Paschim Medinipur: বিদ্রোহ-ঘোঁট সামলে স্বস্তি তৃণমূলে, পুরপতিদের নাম নির্ধারণে কালঘাম ছুটল

সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার সাতটি পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম ঘোষনা করা হয়েছে। তবে বিভিন্ন জেলায় চলছে তুমুল গণ্ডোগোল।…

West Midnapore

সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার সাতটি পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম ঘোষনা করা হয়েছে। তবে বিভিন্ন জেলায় চলছে তুমুল গণ্ডোগোল। কোনওরকমে পশ্চিম মেদিনীপুরে সবকিছু ‘ম্যানেজ’ করল টিএমসি।

মঙ্গলবার সন্ধ্যায় প্রথম পর্যায়ে ঘাটাল মহকুমার বেসরকারি লজে পাঁচটি পুরসভার নব নির্বাচিত তৃনমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়।

দ্বিতীয় পর্বে মেদিনীপুর শহরের একটি বেসরকারি আবাসনে খড়্গপুর এবং মেদিনীপুর পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নাম ঘোষণা করা হয়। উভয় জায়গায় প্রতিটি কাউন্সিলরকে দলীয় নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে।

দুই সাংগঠনিক জেলার বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম কোঅর্ডিনেটর মন্ত্রী মানস ভুঁইয়া, বিধায়ক অজিত মাইতি, জুন মালিয়া, যুগ্ম সভাপতি সুজয় হাজরা, আশিষ হুদাইত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান গন জানান যে আমরা আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ, আমাদেরকে কাজের সুযোগ করে দিয়েছে, আমাদের কে এতবড় দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করার চেষ্টা করবো।

জেলার সাতটি পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তালিকা
মেদিনীপুর পুরসভায় চেয়ারম্যান সৌমেন খান, ভাইস চেয়ারম্যান অনিমা সাহা।
খড়্গপর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার, ভাইস চেয়ারম্যান তৈমুর আলি
ঘাটালে চেয়ারম্যান তুহিনকান্তি বেরা, ভাইস চেয়ারপার্সন অজিত দে
রামজীবনপুরে রানা তেওয়ারি চেয়ারম্যান, ভাইস চেয়ারপার্সন শিউলি ভট্টাচার্য
চন্দ্রকোণায় প্রতিমা পাত্র চেয়ারপার্সন, ভাইস চেয়ারপার্সন মেনকা ধাড়া
ক্ষীরপাইতে চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান, ভাইস চেয়ারপার্সন আল্পনা পাত্র
খড়ারে চেয়ারপার্সন সন্ন্যাসী দোলই, ভাইস চেয়ারপার্সন পূর্বা ভুঁইয়া।