Coochbehar: বাংলাদেশি নাগরিক জাল আধার নিয়ে ভারতে ঢুকে ধৃত

জাল আধার চক্রের হদিশ। বাংলাদেশের নাগরিকের কাছে মিলল ভারতীয় আধার কার্ড। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে। স্থানীয় শুল্ক দফতর ওই বাংলাদেশি নাগরিককে আটক করেছে…

জাল আধার চক্রের হদিশ। বাংলাদেশের নাগরিকের কাছে মিলল ভারতীয় আধার কার্ড। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে। স্থানীয় শুল্ক দফতর ওই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বলে জানা গিয়েছে। আটক ওই ব্যক্তির নাম মহম্মদ মিল্টন। বাড়ি বাংলাদেশের খুলনায়। এদিন তিনি চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন। সেইসময় ডিউটিতে থাকা শুল্ক দফতরের আধিকারিকদের সন্দেহ হয়।তল্লাশি চালালে অভিযুক্তের থেকে একটি জাল আধার কার্ডও উদ্ধার হয়।

আটক ওই ব্যক্তি জেরায় জানিয়েছেন, একজন ভারতীয় দালাল তাঁকে উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের ঠিকানায় এই আধার কার্ড তৈরি করে দিয়েছেন। বিনিময়ে ২৫ হাজার টাকা নিয়েছে দালাল। তবে মহম্মদ মিল্টনের দাবি, তিনি ঘুরতে পছন্দ করেন। মাস দুয়েক আগে পাসপোর্ট নিয়ে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে ঢুকেছিলেন। ফালাকাটায় তাঁর আত্মীয়ের বাড়িও রয়েছে। সেখানেও গিয়েছিলেন।

এদিন শুল্ক দপ্তরের চ্যাংরাবান্ধা শাখার সুপারিন্টেন্ডেন্ট অজয়কুমার মণ্ডল, ইনস্পেক্টর অঙ্কিত কুমার প্রমুখ তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। এদিন অভিযুক্তকে আটক করার পর চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। শুল্ক দফতরের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তিকে মেখলিগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।