২০২৪-এর লোকসভা ভোটের আগেই বড় ঘটনা ঘটে গেল বাংলায়। আজ সোমবার বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের (Dilip Ghosh) সামনেই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হল।
আজ দিলীপ ঘোষের দুর্গাপুর সফরকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জানা গিয়েছে, চা চক্রে বেরিয়ে ক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। তাঁকে দেখে গো ব্যাক স্লোগান তুলতে শুরু করে তৃণমূলের কিছু কর্মী সমর্থক। আজ দুর্গাপুরের ফুলঝড়ে গো ব্যাক স্লোগান ওথে তৃণমূলের তরফে।
এরপর দুর্গাপুরে তৃণমূল-বিজেপির মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায়। দিলীপ ঘোষের সামনেই চলে এই ঘটনা। লোকসভা ভোটের আবহে এহেন ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা প্রসঙ্গে বিজেপির বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ বলেন, “বিজেপি যত এগোচ্ছে, তৃণমূলের আত্মবিশ্বাস তত কমছে। তাদের উত্তেজনা বাড়ছে এবং তারা পরাজিত বোধ করছে, তাই তারা আমাদের আক্রমণ করছে এবং বিজেপিকে থামানোর চেষ্টা করছে।”
#WATCH | West Bengal: An altercation broke out between TMC and BJP workers during BJP MP Dilip Ghosh’s Durgapur visit, today.
Later the situation was controlled by the police. pic.twitter.com/GfL8wuzard
— ANI (@ANI) April 8, 2024
#WATCH | West Bengal: An altercation broke out between TMC and BJP workers during BJP MP Dilip Ghosh’s Durgapur visit, today.
Later the situation was controlled by the police. https://t.co/Li7GAWHOBc pic.twitter.com/SxbAGTVi7S
— ANI (@ANI) April 8, 2024