যে বিষক্রিয়া ছড়িয়েছিল বর্ধমান শহরে তার রেশ ধরে এবার আমূল (Amul) সংস্থার ‘কেপিভি৩৬৫৩’ ব্যাচের মিষ্টি দই নিষিদ্ধ করলো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।
পূর্ব মেদিনীপুরে পটাশপুরে কোটবাড় এলাকায় বাজার থেকে কেনা প্যাকেটজাত মিষ্টি দই খেয়ে অসুস্থ হয়ে পড়ে শিশু- অন্তঃস্বত্বাসহ বেশ কয়েকজন। তাদের বিভিন্ন হাসপাতলে ভর্তি করা হয়। বিষক্রিয়ার কারণ জানতে দই নমুনা সংগ্ৰহ করে মাইক্রোবায়োলজিক্যাল টেস্টের জন্য পাঠিয়েছিল জেলা খাদ্য সুরক্ষা দপ্তর। রিপোর্টে পাওয়া যায় ‘স্ট্যাফিলোকক্কাস অরিয়াস’ ব্যাকটেরিয়ার সন্ধান। এর জেরেই বিষক্রিয়া।
রিপোর্ট আসতেই পূর্ব মেদিনীপুরে ‘আমূল’ সংস্থার কেপিভি ৩৬৫৩’ ব্যাচের মিষ্টি দই নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। জেলা মুখ্য স্বাস্থা আধিকারিক বিভাস রায় বলেন ” বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে সংশ্লিট ব্যাচের দই থেকে এই ধরনের বিষক্রিয়া সৃষ্টি হয়েছে। তাই জেলায় সংস্থার যারা ডিস্ট্রিবিউটর রয়েছেন এবং রিটেলার বা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের ওই নির্দিষ্ট ব্যাচের দই বিক্রিতে বারণ করা হয়েছে”।
পূর্বমেদিনীপুর জেলার সভাধিপতি তথা পটাশপুরে বিধায়ক উত্তম বারিক বলেন “জেলা খাদ্য দপ্তর খতিয়ে দেখে ব্যবস্থা নিয়েছে”। কাঁথির ডিস্ট্রিবিউটর অমিত মিশ্র বলেন ” ঘটনার পর সমস্ত মিষ্টি দই মার্কেট থেকে তুলে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে কি নির্দেশ এসেছে আমার কাছে এখনোও পৌঁছায়নি। বিষয় বেশি কিছু মন্তব্য করতে পারবো না। যা কিছু বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে “।