Amit Shah: বঙ্গ সফররে দিন ছাঁটাই করে রবীন্দ্র জয়ন্তীতে কলকাতায় শাহ

বঙ্গ সফর দিন ছাঁটাই শাহের (Amit Shah)। শুধু রবীন্দ্র জয়ন্তীর দিনই কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে কথা ছিল, আগামী ৮ ও ৯ মে রাজ্যে এসে শাহ সভা করতে পারেন জেলায়। কিন্তু, বিজেপি সূত্রের খবর, পরিবর্তিত পরিস্থিতিতে শাহের প্রকাশ্যে কোনও রাজনৈতিক কর্মসূচি থাকছে না ।

amit shah

বঙ্গ সফর দিন ছাঁটাই শাহের (Amit Shah)। শুধু রবীন্দ্র জয়ন্তীর দিনই কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে কথা ছিল, আগামী ৮ ও ৯ মে রাজ্যে এসে শাহ সভা করতে পারেন জেলায়। কিন্তু, বিজেপি সূত্রের খবর, পরিবর্তিত পরিস্থিতিতে শাহের প্রকাশ্যে কোনও রাজনৈতিক কর্মসূচি থাকছে না ।

সূত্র অনুযায়ী, আগামী ৯ তারিখ সকালে কলকাতা বিমানবন্দরে নেমে শাহের যাওয়ার কথা জোড়াসাঁকোয়। সেখানে কবিগুরুকে সম্মান জানিয়ে তাঁর গন্তব্য নিউটাউনের একটি হোটেল।

Advertisements

দলীয় নেতৃত্বের সঙ্গে ওই হোটেলেই বৈঠক করতে পারেন শাহ। বিকেলে একটি অরাজনৈতিক সংস্থার আয়োজনে রবীন্দ্রনাথ সংক্রান্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার কথা তাঁর।

   

ওই সংস্থার শীর্ষে, রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত, সম্পাদক শিশির বাজোরিয়া। সে দিনের অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা রয়েছে।

শাহর বঙ্গ সফর প্রসঙ্গে, সুকান্ত শুক্রবার বলেন, ”এক দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসবেন। সকালে উনি জোড়াসাঁকোয় যাবেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার কথা তাঁর।”