তৃণমূল নেতার ‘আদালতে’ শেকল দিয়ে বেঁধে রেখে রাখা হল মহিলাকে! চলল কুকথা, অত্যাচার

বাড়ির সমস্যা মেটাতে গিয়ে বসল সালিশি সভা। আর সেই সালিশি সভায় এক মহিলাকে শেকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। মহিলার…

tmc leader

বাড়ির সমস্যা মেটাতে গিয়ে বসল সালিশি সভা। আর সেই সালিশি সভায় এক মহিলাকে শেকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। মহিলার নাম রশিদা বিবি। শুধু বেঁধে রাখায় নয়, আক্রান্ত মহিলার স্বামীর সামনেই চলল অকথ্য অত্যাচার। বাঁশ, লাঠি দিয়ে মারার অভিযোগও উঠছে ওই নেতার বিরুদ্ধে। সোনারপুর থানার প্রতাপ নগর এলাকার ঘটনায় শুরু হয়েছে চাঞ্চল্য।

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি

   

জামালউদ্দিন সর্দার নামে গ্রামেরই এক মাতব্বরের বিরুদ্ধে সালিশি বসানোর অভিযোগ তুলছেন মহিলা। এই ব্যক্তি আবার তৃণমূল করেন বলে দাবি অভিযোগকারীর। মহিলার অভিযোগ, পারিবারিক বিবাদ মেটানোর জন্য তাঁদের ডেকে পাঠানো হয়েছিল জামালের বাড়িতে। তিনি বলেন, “জামালের বাড়িতে ঢুকতেই সঙ্গে সঙ্গে গেট বন্ধ করে দেয়। তারপর আমার পা শিকল দিয়ে বেঁধে দেয়।” পায়ে শিকল বাঁধা অবস্থাতেই সালিশি সভায় প্রশ্নের মুখে পড়তে হয় মহিলাকে। কিন্তু মহিলার উত্তর শোনার আগেই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি অভিযোগকারীর।

পরিকাঠামোর ব্যাপক গাফিলতিতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা, রিপোর্টে মানল রেলের সেফটি কমিশনার

এলাকায় জমিজমা কেনাবেচা বা এলাকায় দাম্পত্য কলহ থেকে পারিবারিক সমস্যা সবকিছুরই সমাধান জামাল ছাড়া হয় না। সোনারপুর থানার পুলিশের সঙ্গেও তার ওঠাবসা রয়েছে বলে অভিযোগ এলাকার লোকজনের। এই ভয় দেখিয়েই এলাকায় দাপিয়ে বেড়াত জামাল। বাড়িতেই বসতো সালিশি সভা। সেখানেই চলত বিচারে। জামালই বিচারক! যারা তাঁর প্রস্তাবে রাজি হতো না তাদের উপর অত্যাচার চালানো হত বলে অভিযোগ। মহিলারাও তার অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি।

BJP West Bengal: সিবিআই দিয়ে নেতা গ্রেফতার ‘দাদা’রই কীর্তি! মারাত্মক স্বীকারোক্তি সুকান্তর?

যদিও জামালউদ্দিন এই জাতীয় অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, এ জাতীয় অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। জামালের যুক্তি, “যিনি অভিযোগ করছেন, তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত। এ নিয়েই পরিবারের সঙ্গে ওই মহিলার বিবাদ। সেটা মেটাতেই এখানে ডেকেছিলাম।” তবে সোনারপুরের ওই মাতব্বরের সঙ্গে তৃণমূলের যোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন এলাকার শাসক বিধায়ক লাভলি মৈত্র। তিনি স্পষ্ট জানিয়েছেন, জামাল সর্দার তৃণমূলের কেউ নন। তাঁর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।