লোকসভা ভোট মিটতেই এবার বড় অ্যাকশন করতে দেখা গেল রাজ্য সিআইডি (CID)-কে। গ্রেফতার করা হল রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রীকে। হ্যাঁ ঠিকই শুনেছেন।
জানা গিয়েছে , ১০০ কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগে তামিলনাড়ুর প্রাক্তন পরিবহণমন্ত্রী এমআর বিজয়ভাস্করকে ত্রিশূর থেকে গ্রেফতার করল তামিলনাড়ু সিবি-সিআইডি পুলিশ। কেরলের ত্রিশূরের পিচি থানায় একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। বলে খবর। তামিলনাড়ুর অপরাধ তদন্ত বিভাগের (সিবি-সিআইডি) একটি বিশেষ পুলিশ দল পলাতক প্রাক্তন এআইএডিএমকে পরিবহন মন্ত্রী এম আর বিজয়ভাস্করকে কেরালা থেকে গ্রেফতার করেছে। মামলাটি কারুরে দায়ের করা ১০০ কোটি টাকার জমি দখলের মামলার সাথে সম্পর্কিত।
সূত্রের খবর, গত কয়েক সপ্তাহ ধরেই নিখোঁজ ছিলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী। এক ব্যবসায়ীকে তাঁর ১০০ কোটি টাকার সম্পত্তি নিয়ে হুমকি দেওয়ার জন্য পুলিশের রাডারে ছিলেন। গত ১১ মে কারুরের ব্যবসায়ী প্রকাশ অভিযোগ করেন, জাল নথি ব্যবহার করে ১০০ কোটি টাকা মূল্যের ২২ একর জমি বেআইনিভাবে দখল করে চলেছেন প্রাক্তন মন্ত্রী ও আরও সাতজন। এরপরই কারুর টাউন পুলিশ জুন মাসে ওই সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
এদিকে, এআইএডিএমকে সরকারের আমলে পরিবহণমন্ত্রীর দায়িত্ব সামলেছেন বিজয়ভাস্কর। এদিকে গ্রেফতারির নিন্দা করে এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক কে পালানিস্বামী বলেন, “এআইএডিএমকে করুরের জেলা সম্পাদক, প্রাক্তন মন্ত্রী, চমৎকার ক্ষেত্রকর্মী এমআর বিজয়ভাস্করকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারির জন্য আমি ডিএমকে সরকারের তীব্র নিন্দা করছি।”
তিনি দাবি করেছেন যে সেন্থিল বালাজির গ্রেফতারের প্রতিশোধ নেওয়ার একমাত্র উদ্দেশ্যেই এই গ্রেপ্তার করা হয়েছিল। তিনি বলেছিলেন যে এমআর বিজয়ভাস্কর আইনিভাবে ডিএমকে সরকারের দায়ের করা সমস্ত মিথ্যা মামলার মুখোমুখি হবেন।
Tamil Nadu CB-CID Police has arrested former Tamil Nadu transport minister MR Vijayabhaskar from Thrissur allegedly in connection with a land scam. He was staying in a rented house at Peechi police station limit in Thrissur, Kerala: Peechi Police
— ANI (@ANI) July 16, 2024