হঠাৎ বিকট শব্দ। চমকে ওঠেন ভাটপাড়া পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি (BJP) প্রার্থী সুমিত্রা মন্ডল। ফোন থেকে চেক করেন সিসিটিভি ক্যামেরা। দেখেন বাড়ির সামনে জ্বলছে আগুন। পরে রয়েছে বোমা। রাতদুপুরে বোমাবাজির অভিযোগ।
ভাটপাড়া পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুমিত্রা মন্ডলের বাড়ির সামনে দুষ্কৃতীদের বোমা মারার অভিযোগ। সুমিতা মন্ডল জানান যে গতকাল রাতে হঠাৎ বিকট শব্দ পান । তারপরেই সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখলে তিনি লক্ষ্য করেন তাঁর বাড়ির সামনে থেকে ধোঁয়া উঠছে। খবর জানাজানি হতে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ।
প্রার্থীর কথায়, “খুব জোরে একটা বিকট শব্দ হয়। বাড়ি ঘর কেঁপে গেছে। দেখি বাড়ির সামনে আগুন জ্বলছে। আর ধোঁয়ায় ভরে গিয়েছে। সিসিটিভি ক্যামেরা চেক করি। দেখি একটা বোম ব্লাস্ট করেছে। আর একটা বোম পড়ে রয়েছে।”
প্রসঙ্গত ভোট-পরবর্তী হিংসায় নিহত শোভারানী মন্ডল এর পুত্রবধূ সুমিত্রা মন্ডল তিনি এবার পৌরসভা নির্বাচনে ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। সুমিত্রার অভিযোগ, তিনি বিরোধী প্রার্থী হয়ে দাঁড়িয়েছে সেই কারণেই তাকে আতঙ্কিত করার জন্য শাসকদলের দুষ্কৃতিরাই এই সকল কাজ করছে ।