‘পার্থই মাস্টারমাইন্ড’, ওঁর নির্দেশেই নষ্ট হয়েছে OMR’, জামিনের তীব্র বিরোধিতা CBI-এর

কলকাতা: নিয়োগ দুর্নীতির মূল চক্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনে কড়া অবস্থান নিয়েছে সিবিআই৷ বৃহস্পতিবার আদালতে পার্থর জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, তাঁর…

partha chatterjee bail cbi opposition

কলকাতা: নিয়োগ দুর্নীতির মূল চক্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনে কড়া অবস্থান নিয়েছে সিবিআই৷ বৃহস্পতিবার আদালতে পার্থর জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, তাঁর নেতৃত্বেই এই দুর্নীতি সংঘটিত হয়েছে৷ তাঁকে জামিন দেওয়া হলে তদন্তে বাধা সৃষ্টি হতে পারে। (partha chatterjee bail cbi opposition)

Advertisements

ইডির মামলায় জামিন partha chatterjee bail cbi opposition

২০২২ সালের জুলাই থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। প্রথমে ইডি এবং পরে সিবিআই তাঁকে গ্রেফতার করে। যদিও ডিসেম্বরে ইডির মামলায় জামিন পান প্রাক্তন মন্ত্রী৷ তবে, সিবিআইয়ের মামলায় এখনও স্বস্তি মেলেনি। বৃহস্পতিবার আদালতেও সিবিআই দাবি করে, পার্থর নির্দেশেই ওএমআর শিট নষ্ট করা হয়েছিল এবং এই দুর্নীতির সাথে বহু রাজনৈতিক প্রভাবশালীর নাম জড়িত।

   

তবে, সিবিআইয়ের দাবি এখানেই শেষ হয়নি। তারা জানায়, বিকাশ ভবনের ওয়্যারহাউস থেকে উদ্ধার হওয়া ৩২১ জন প্রার্থীর নামের তালিকাটি পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের মধ্যে আদান-প্রদান হয়েছিল। এই তালিকায় অনেক রাজনৈতিক ব্যক্তির নাম রয়েছে, যাদের সিবিআই জিজ্ঞাসাবাদ করতে চায়।

পার্থর তত্ত্বাবধানে দুর্নীতি partha chatterjee bail cbi opposition

সিবিআইয়ের বক্তব্য, গোটা দুর্নীতি পার্থর তত্ত্বাবধানে ঘটেছিল এবং জামিন দেওয়া হলে তদন্তের গতিতে বাধা আসবে। আদালতে সিবিআইয়ের আইনজীবী আরও বলেন, “এই মুহূর্তে জামিন দেওয়া হলে, তদন্তের স্বার্থে ক্ষতি হবে।”

Advertisements

এখন আদালত আগামী শুনানির দিন ঠিক করবে, যখন পার্থর জামিনের বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে।

 West Bengal: CBI opposes bail plea of ex-minister Partha Chatterjee, citing his key role in recruitment scam. Arrested in 2022, Chatterjee faces allegations of destroying evidence and political involvement. Investigation continues as CBI seeks to question influential figures.