Alipurduar: গভীর রাতে জয়ন্তী নদীর বাঁধ ভাঙল, ভুটান থেকে হুড়মুড়িয়ে আসছে জল

রাত বাড়তেই ভয় বাড়ল। জয়ন্তী নদীতে বাণ এসেছে। শুক্রবার গভীর রাতে ভুটান থেকে হুড়মুডিয়ে আসা জলস্রোতে (Alipurduar) আলিপুরদুয়ারের জয়ন্তীর বাসিন্দারা ভীত। রাতেই পরিস্থিতির ছবি তুলে…

jayanti River, flood

রাত বাড়তেই ভয় বাড়ল। জয়ন্তী নদীতে বাণ এসেছে। শুক্রবার গভীর রাতে ভুটান থেকে হুড়মুডিয়ে আসা জলস্রোতে (Alipurduar) আলিপুরদুয়ারের জয়ন্তীর বাসিন্দারা ভীত।

রাতেই পরিস্থিতির ছবি তুলে সোশ্যাল মিডিয়া মারফত জেলা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানালেন জয়ন্তীবাসী। জয়ন্তী নদীর জলস্তর বাড়ছে। বিভিন্ন এলাকায় পাড় ভেঙে জল উপচে আসছে। এমনই জানাচ্ছেন এলাকাবাসী।

   

জানা যাচ্ছে দুর্যোগের মধ্যে বিখ্যাত বক্সাদুয়ারের কাছে আটকে পড়েছেন কয়েকজন পর্যটক। তাঁদের উদ্ধারের জন্য প্রশাসনের কাছে বার্তা পাঠিয়েছেন জয়ন্তীর বাসিন্দারা।

প্রবল বৃষ্টি হচ্ছে সীমান্তের ওপারে ভুটানের দিকে।ভুটান থেকে আসা সব নদী ও পাহাড়ি ঝোরাগুলি প্রবল গতিতে নিচের দিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বন্যা পরিস্থিতি তৈরি করছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারি বৃষ্টিপাতের জন্য বহু এলাকা জলবন্দি হতে চলেছে।

ভুটান থেকে নেমে আসা হড়পা বানের কারণে আন্তর্জাতিক সীমান্তের ভুটানি এলাকা পাশাখা বিচ্ছিন্ন। ভুটানের শিল্প এলাকা পাশাখার সঙ্গে আলিপুরদুয়ার জয়গাঁর সংযোগ ভেঙে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ভারত ও ভুটানের মধ্যে সংযোগকারী পাশাখা রোড। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টা ভুটান পাহাড়ে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা।