গরমে নাজেহাল শহরবাসী, বিকেলে কি কালবৈশাখীর সম্ভাবনা?

গরমের জন্য নাজেহাল শহরবাসী। যদিও সোমবার বিকেলের পর আচমকা চারিদিকে কালো করে ধেয়ে আসে কালবৈশাখী। প্রবল ঝড় ও ধুলোর ঝাপটা শুরু হয়। এর পরই আসে…

Weather updates

গরমের জন্য নাজেহাল শহরবাসী। যদিও সোমবার বিকেলের পর আচমকা চারিদিকে কালো করে ধেয়ে আসে কালবৈশাখী। প্রবল ঝড় ও ধুলোর ঝাপটা শুরু হয়। এর পরই আসে বৃষ্টি। কিন্তু তাতে তাপমাত্রার পারদ কমেনি একটুও। দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বেড়েছে তাপমাত্রা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি বদলে যেতে পারে আবহাওয়া? বিকেলে কি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? কলকাতার আবহাওয়া কী থাকবে? হাওয়া অফিস বলছে আজ (বুধবার) কলকাতায় কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কলকাতা শহরবাসী অস্বস্তিকর গরম থেকে মুক্তি পাবেন। এর ফলে তাপমাত্রাও বেশ কিছুটা কমতে পারে। তবে হাওয়া অফিসের তরফে কালবৈশাখীর সম্পর্কে কিছু জানা যায়নি।

   

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলবর্তী ও আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গ জুড়ে হবে বৃষ্টি। বুধবার থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই নামবে বৃষ্টি। তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঝড়বৃষ্টি চলতে পারে একটানা তিন দিন।

আলিপুর আবহাওয়া দফতর বলেছে যে ৮ জুন কেরলে ঢুকছে বর্ষা, এবং তারপরই বলা যাবে কবে বঙ্গে প্রবেশ করবে বর্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিন তাপমাত্রার পরিবর্তন ঘটার কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা শক্তিশালী হয়েছে। উত্তরবঙ্গে হালকে থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।