Kunal Ghosh: ‘সব সম্মান নষ্ট হবে’, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হুঁশিয়ারি কুণালের

দেশজুড়ে লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যে রবিবাসরীয় প্রচার জমে উঠেছে রাজনৈতিক দলগুলির। প্রার্থী তালিকা অবধি ঘোষণা করে দিয়েছে দলগুলি। সাম্প্রতিক সময়ে একজন মানুষকে নিয়ে…

দেশজুড়ে লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যে রবিবাসরীয় প্রচার জমে উঠেছে রাজনৈতিক দলগুলির। প্রার্থী তালিকা অবধি ঘোষণা করে দিয়েছে দলগুলি। সাম্প্রতিক সময়ে একজন মানুষকে নিয়ে সকলের আলোচনা একদম তুঙ্গে রয়েছে। আর সেই ব্যক্তিটি হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। কালো কোট ছেড়ে এখন তিনি রাজনৈতিক ময়দানে। এবার লোকসভা ভোটের প্রাক্কালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিশেষ পরামর্শ দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কুণাল ঘোষ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দিনে দিনে যেন দুজনের সম্পর্ক এক কথায় সাপে নেউলের পর্যায়ে চলে যাচ্ছে। একে অপরকে আক্রমণ করতে কেউই সুযোগ ছাড়ছেন না। এবারও তার ব্যতিক্রম ঘটল না। আজ রবিবার সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লেখেন, ‘শ্রী অভিজিত গঙ্গোপাধ্যায়, পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত। ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে।
বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না। তমলুকে তৃণমূলই জিতবে। দুমাস পর আপনার সব সম্মান নষ্ট হবে। যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে, সেও আপনাকে হারাবে। তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না। এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন। শুভানুধ্যায়ী হিসেবে ভাবতে বললাম।’