Loksabha Election 2024: অধীর গড়ে প্রচার শুরু করলেন ‘বহিরাগত’ ইউসুফ

ক্রিকেটের বাইশ গজ থেকে রাজনীতির ময়দানে ইউসুফ পাঠান। সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। জেলায়, জেলায় চলছে প্রচারের রমরমা। আজ বৃহস্পতিবার অধীর গড় থেকেই প্রচারে…

yusuf pathan

ক্রিকেটের বাইশ গজ থেকে রাজনীতির ময়দানে ইউসুফ পাঠান। সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। জেলায়, জেলায় চলছে প্রচারের রমরমা। আজ বৃহস্পতিবার অধীর গড় থেকেই প্রচারে শুরু করলেন ইউসুফ। এবার বহরমপুর লোকসভা কেন্দ্রে তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল। শ্রীলঙ্কায় ক্রিকেট টুর্নামেন্ট সেরে গতকালই কলকাতায় ফিরেছেন পাঠান।

আজ সকালে সড়কপথ হয়েই রওনা দেন বহরমপুরের উদ্দেশ্যে। সেখান থেকে দুপুরে বহরমপুর টেক্সটাইল মোড় হয়ে মিছিল শুরু করেন তৃণমূলের তারকা প্রার্থী। প্রচারের শুরুতেই ‘মহব্বত’-এর বার্তা দিলেন তিনি। সঙ্গে বললেন, ‘আমার মনে হয় না আমি বহিরাগত’।

বহরমপুর কেন্দ্রে এখনও পর্যন্ত কংগ্রেস লোকসভা ভোটের প্রার্থী দেয়নি।  তবে নিজের পুরনো কেন্দ্র থেকেই প্রার্থী হতে পারেন অধীররঞ্জন চৌধুরী, এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে। এই দাপুটে রাজনীতিবিদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে রাজনৈতিক যুদ্ধে নবাগত ইউসুফ পাঠান কোন বুদ্ধি কাজে লাগান সেটাই দেখার।

তবে ইউসুফকে বহরমপুরের প্রার্থী ঘোষণা করার পরের দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন হুমায়ন কবির। এমনকি নতুন দল গড়ার হুঁশিয়ারি দেন হুমায়ন।ইউসুফকে ‘বহিরাগত’ বলেও দেগেছিলেন তৃণমূলের এই ‘বিদ্রোহী’ বিধায়ক। তবে সময় যত এগিয়েছে বরফ গলেছে। তৃণমূল সেনাপতির বার্তায় প্রার্থীকে মেনে নিয়েই প্রচারে নেমেছেন হুমায়ন।  তাঁর দাবি, ‘অভিষেকের সব নির্দেশ মেনে নিয়েছি। এর পর থেকে ইউসুফের প্রচারেও থাকছি।’ এদিকে তারকা প্রার্থীকে পেয়ে উচ্ছ্বসিত বহরমপুরের ঘাসফুল শিবিরও। শুরু হয়েছে জোরদার প্রচার।