Loksabha Election 2024: ‘গো হারা হারবে বিজেপি’, চ্যালেঞ্জ অভিষেকের

লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে আজ বুধবার বসিরহাট থেকে বড় ঘোষণা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর নিশানায় ছিল বিজেপি। অভিষেক (Abhishek Banerjee)…

লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে আজ বুধবার বসিরহাট থেকে বড় ঘোষণা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর নিশানায় ছিল বিজেপি। অভিষেক (Abhishek Banerjee) বলেন, ‘গো হারা হারবে বিজেপি। যারা বড় বড় দুর্নীতিগ্রস্তদের টাকা দিয়ে কেনে তারা বাংলা বিরোধী। এই ভোট বাংলা থেকে বাংলা বিরোধীদের উৎখাত করার ভোট।’

আজ বসিরহাটের বিএসএসএ ফুটবল মাঠ অভিষেক জানান, ‘এবারের লোকসভা ভোট ৭ দফায় হবে। তবে ৭ দফা করেও গো হারা হারবে বিজেপি।’ নির্বাচন কমিশন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। এবার সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এরই ফল ঘোষণা হবে ৪ জুন। চার রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

   

১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে ও ১ জুন ৫৪৩টি আসনে ভোটগ্রহণ হবে। ১৯ এপ্রিল প্রথম দফায় ১০২টি আসন, ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ৮৯টি আসন, ৭ মে তৃতীয় দফায় ৯৪টি আসন, ১৩ মে চতুর্থ দফায় ৯৬টি আসন, ২০ মে পঞ্চম দফায় ৪৯টি, ২৫ মে ষষ্ঠ ধাপে ৫৭টি এবং ১ জুন সপ্তম ধাপে ৫৭টি আসন রয়েছে।