‘খুন’ হয়ে যাওয়া আনিস খানের বাড়িতে ঢুকতে ফিরহাদ হাকিমকে বাধা

মন্ত্রী ফিরহাদ হাকিম ও পুলক রায়কে আনিস খানের গ্রামে ঢুকতে দিল না গ্রামবাসীরা। ফিরহাদ হাকিম গো ব্র্যাক শ্লোগান শুনে ফিরে যেতে হলো তাকে। হাওড়ার আমতায়…

মন্ত্রী ফিরহাদ হাকিম ও পুলক রায়কে আনিস খানের গ্রামে ঢুকতে দিল না গ্রামবাসীরা। ফিরহাদ হাকিম গো ব্র্যাক শ্লোগান শুনে ফিরে যেতে হলো তাকে।

হাওড়ার আমতায় মৃত আনিস খানের গ্রামে ঢুকতে ফিরহাদ হাকিমকে বাধা দিলেন গ্রামবাসীদের। 

   

মন্ত্রী ফিরহাদকে বীরভূূমের বগটুই গ্রামে গণহত্যা পর সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে পাঠিয়ে সাকসেস হয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু হাওড়ার আমতায় ছাত্র নেতা আনিস খানের বাড়িতে ঢুকতেই পারলেন না ফিরহাদ।  গ্রামবাসীদের প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগ, আনিস খানকে তৃণমূূূল আশ্রিত দুষ্কৃতিরা খুন করেছে। এতে জড়িত পুলিশ।

গত ১৮ ফেব্রুয়ারি আনিসের অস্বাভাবিক মৃত্যু হয় এর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের বাবাকে নবান্নে ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই সময় সালেম খান মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেননি। তিনি সিবিআই তদন্তের দাবিতে অনড়।

শুক্রবার দুপুরে পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়কে সঙ্গে নিয়ে আমতায় আনিসের বাড়িতে যান ফিরহাদ। তাঁকে দেখেই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অথচ বাম প্রতিনিধিরা আনিস খানের পরিবারের সঙ্গে বারবার দেখা করছেন। সর্বশেষ যান সিপিআইএমের প্রাক্তন সাংসদ হান্নান মোল্লা ও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

এদিকে আনিস খানের মৃত্যুর পর রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তার পরিবার। আনিস খানের খুনের সঠিক তদন্ত চেয়ে ছাত্র  আন্দোলনের তীব্রতা প্রবল।