PM Narendra Modi: ‘বাংলার মানুষ টিএমসির দুর্নীতি আর কুশাসনে ক্লান্ত’, ফের বললেন মোদী

আজ রবিবার ফের একবার বাংলায় মেগা সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। লোকসভা ভোটের প্রাক্কালে রবিবার বিহারের নওয়াদা এবং জলপাইগুড়িতে সভা করবেন…

PM Modi targets Chief Minister Mamata Banerjee in Rajya Sabha over women abuse in Chopra, চোপড়ায় নারী নির্যাতন: 'এখন মুখে কুলুপ কেন?' মমতাকে নিশানা মোদীর

আজ রবিবার ফের একবার বাংলায় মেগা সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। লোকসভা ভোটের প্রাক্কালে রবিবার বিহারের নওয়াদা এবং জলপাইগুড়িতে সভা করবেন তিনি, জব্বলপুরে রোড শোও করবেন। প্রধানমন্ত্রী নওয়াদায় দুপুর ১২টায় এবং জলপাইগুড়িতে বিকেল ৩টে ১৫ মিনিটে এই কর্মসূচি পালন করবেন বলে বিজেপি সূত্রে খবর।

Advertisements

এদিকে আজ বাংলায় মেগা র‍্যালি করার আগে এক টুইট বার্তায় তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী। আজ নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘আজ বিকেলে, আমি জলপাইগুড়ির মানুষদের মধ্যে থাকব একটি সমাবেশে ভাষণ দিতে। ওখানে বঙ্গ বিজেপির প্রতি অসাধারণ জনসমর্থন রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ টিএমসির দুর্নীতি আর কুশাসনে ক্লান্ত। একমাত্র বিজেপি ওঁদের স্বপ্ন পূরণ করতে পারে।’

Advertisements

এছাড়া বিহার প্রসঙ্গে প্রধানমন্ত্রী লেখেন, ‘বিহারে ফের বিজেপি-এনডিএ-র তুমুল ঢেউ দেখা যাচ্ছে। আজ সকাল ১১টা নাগাদ নওয়াদার জনসভায় যোগ দেওয়ার জন্য উচ্ছ্বসিত। কারণ আপনার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সৌভাগ্য হবে।’ এদিকে মোদীর আজকের সভা প্রসঙ্গে বড় মন্তব্য করেছেন মেয়র ফিরহাদ হাকিম। ‘গব্বর সিং বারবার বাংলায় আসছে’ বলে কটাক্ষ করলেন তৃণমূলের ফিরহাদ হাকিম।