উপ-নির্বাচনের মাঝেই বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর, কাঠগড়ায় TMC

ভোট আসে ভোট যায়, কিন্তু অশান্তির সেই চিরাচরিত দৃশ্য একই থাকে। ঠিক যেমন উপ-র্নিবাচনের (By Election) আগে মঙ্গলবার রাতে পায়রাডাঙ্গা এলাকায় বিজেপি (BJP)-র এজেন্টদের বাড়িতে…

ভোট আসে ভোট যায়, কিন্তু অশান্তির সেই চিরাচরিত দৃশ্য একই থাকে। ঠিক যেমন উপ-র্নিবাচনের (By Election) আগে মঙ্গলবার রাতে পায়রাডাঙ্গা এলাকায় বিজেপি (BJP)-র এজেন্টদের বাড়িতে তান্ডব চালানোর অভিযোগ উঠল। সেই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত এলাকা। এলাকার বিভিন্ন সিসি ক্যামেরা ভাঙচুর করা বলেছে বলে খবর। বিজেপি এজেন্টের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

ভোটের আগের রাতে রানাঘাট দক্ষিণের পায়রাডাঙায় বিজেপির পোলিং এজেন্ট শ্রাবন্তী দে-র বাড়িতে ভাঙচুরের অভিযোগ। পরিবারের দাবি, গভীর রাতে ৩০-৩৫ জন দুষ্কৃতী চড়াও হয়। সিসিটিভি ভেঙে দেওয়া হয়। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন তিনি। অভিযোগের তির তৃণমূলের দিকে। ইতিমধ্যে এই ঘটনায় ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

   

স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ‘এরকম কোনও ঘটনা শুনিনি। আমাদের কেউ এসব করেনি।’ জরুরি ভিত্তিতে ATR তলব করল নির্বাচন কমিশন। দু’ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠাতে হবে বলে খবর।