চলতি মাসেই দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২৫ জুলাই নীতি আয়োগের (Niti Ayog) গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগ দিতে রাজধানীতে পা রাখবেন তিনি। সেখানে নীতি আয়োগের যোগ দান করার পাশাপাশি অন্যান্য আর্থিক বিষয় নিয়েও তাঁর কথা হতে পারে বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আসন্ন নীতি আয়োগের বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সংরক্ষণ বিল: পিছু হটল সিদ্দারামাইয়া সরকার, কী এই বিল? কেন এত বিতর্ক?
জানা গিয়েছে, সেই বৈঠকে দেশের আগামী দিনে দেশের আর্থিক রূপরেখা নিয়ে একটি ভিশন ডকুমেন্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই আর্থিক রূপরেখায় বাংলার অবস্থান কোথায় থাকবে, তা খতিয়ে দেখতেই নাকি বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও একশো দিনের কাজের বকেয়া অর্থ সহ কেন্দ্রের কাছে এখনও নানান আর্থিক পাওনা রয়েছে রাজ্যের। সেই আর্থিক বিষয়েও তিনি আলোচনা করতে পারেন বলে জানা গিয়েছে।
মমতার কড়া সিদ্ধান্তেই জোগান বাড়িয়ে সস্তা হচ্ছে আলু ?
প্রতিবছর কেন্দ্রীয় বাজেটের সময় দিল্লিতে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেইসময় সেখানে পরিষদীয় দলনেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। নবান্ন সূত্রের খবর এবারও হয়তো সেই রকমই পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর। সমস্ত কর্মসূচি সম্পন্ন করে ২৮ জুলাই কলকাতায় ফিরবেন তিনি।
২১ জুলাইয়ের পর সংসদের অধিবেশনের জন্য ২২ তারিখই দিল্লি চলে যেতে পারেন অভিষেক। একটি সূত্রের মতে, দিল্লিতে মমতা-অভিষেকও সাংসদদের নিয়ে বৈঠক করার পাশাপাশি সংগঠনে সম্ভাব্য রদবদলের কিছু ইঙ্গিত দিতে পারেন।
সম্প্রতি লোকসভা ভোটে জিতে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন রাজ্যের দেনা পাওনা সমস্ত কিছু মেটাতে হবে কেন্দ্রকে। তা না হলে দিল্লিতে ধর্ণায় বসবেন। এমন হুঁশিয়ারির পর বাজেট অধিবেশনের সময় মমতার দিল্লি সফর অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।