তাপমাত্রা কমতেই পাহাড়ে ভিড় বাড়তে শুরু করল পর্যটকদের

পশ্চিমবঙ্গের পর্যটন এলাকাগুলিতে শুরু হয়েছে বৃষ্টিপাত। আর তার জেরেই তাপমাত্রা কমেছে সেখানে। কিন্তু বেড়েছে পর্যটকদের ভিড়। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ইত্যাদি জায়গায় গতকাল রাত থেকেই শুরু…

তাপমাত্রা কমতেই পাহাড়ে ভিড় বাড়তে শুরু করল পর্যটকদের

পশ্চিমবঙ্গের পর্যটন এলাকাগুলিতে শুরু হয়েছে বৃষ্টিপাত। আর তার জেরেই তাপমাত্রা কমেছে সেখানে। কিন্তু বেড়েছে পর্যটকদের ভিড়। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ইত্যাদি জায়গায় গতকাল রাত থেকেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। পাহাড়ে তাপমাত্রা কমতে ক্রমশ বাড়ছে পর্যটকের সংখ্যা। কিন্তু পর্যটকের সংখ্যা বাড়লেও হোটেলের ঘর বন্দী হয়ে রয়েছে।

অতিরিক্ত বৃষ্টির ফলে ঘরের বাইরে পা রাখতে পারছে না কেউই। অন্যদিকে জলপাইগুড়িতে বৃষ্টিপাত না হলেও ডুয়ার্সের একাধিক জায়গায় বৃষ্টি হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে কুয়াশায় ঢেকে গিয়েছে গোটা পাহাড়। আগামী ২৪ ঘণ্টা পাহাড়ের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে তাপমাত্রা কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গেও।

Advertisements

দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে দক্ষিণবঙ্গে। এবং আগামী আরও দুদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কোনও পরিস্থিতি নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।