Rahul vs Modi: ৮ বছরে শুধুই বেকারত্ব, মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ সংকট দেখেছে দেশ

  ‘৮ বছরে শুধুই বেকারত্ব, মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ সংকটের সাক্ষী থেকেছে দেশ’। ঠিক এ ভাষাতেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উদ্দেশ্যে বাক্যবাণ ছুঁড়লেন কংগ্রেস নেতা…

 

‘৮ বছরে শুধুই বেকারত্ব, মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ সংকটের সাক্ষী থেকেছে দেশ’। ঠিক এ ভাষাতেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উদ্দেশ্যে বাক্যবাণ ছুঁড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

   

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের শীর্ষ পদে প্রায় আট বছর পূর্ণ করেছেন। কেন্দ্রীয় সরকারের জন্য এই বড় মাইলফলকের সঙ্গে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোমবার মোদী সরকারকে আক্রমণ করে অভিযোগ করেছেন যে এই সরকার শুধুই দেশে “অপশাসন” করেছে। ধীরে ধীরে দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।

তীব্র তাপদাহে পুড়ছে গোটা দেশ। দেশে বিদ্যুৎ ও কয়লার ঘাটতির মাঝেই রাহুলের টুইট যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশিষ্ট মহল। রাহুল টুইটে লেখেন, ‘বিদ্যুৎ সংকট। চাকরির সংকট। কৃষক সংকট। মুদ্রাস্ফীতি সংকট। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ৮ বছরের অপশাসন হয়েছে।’

তবে এই প্রথম নয়, রাহুল গান্ধী এবং তাঁর কংগ্রেস দল ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করে আসছে।