ফের লোকাল ট্রেন বাতিল, যাত্রী দুর্ভোগের আশঙ্কা

হাওড়া: ট্রেন বাতিল ফেলে আসা বছরের নিত্যদিনের সঙ্গী ছিল যাত্রীদের৷ প্রায় প্রতি সপ্তাহে শোনা যেত হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন৷ সেই একই রকম ছবির যেন…

হাওড়া: ট্রেন বাতিল ফেলে আসা বছরের নিত্যদিনের সঙ্গী ছিল যাত্রীদের৷ প্রায় প্রতি সপ্তাহে শোনা যেত হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন৷ সেই একই রকম ছবির যেন অন্যথা হল না নতুন বছরে৷ ২০২৪-এর শুরুতেই ফের ট্রেন বাতিলের খবর শিরোনামে৷

ফের ট্রেন বাতিল হাওড়া শাখায়৷ রেল সূত্রে জানা গিয়েছে, লাইনের রক্ষণাবেক্ষণ, ওভারহেডের কাজ, সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন৷ একইসঙ্গে বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হবে বলে জানা গিয়েছে৷ আগামী ১৪ জানুয়ারি অর্থাৎ রবিবার ট্রেন বাতিলের বিবৃতি প্রকাশ করে রেলের তরফে দুঃখপ্রকাশ করেছে৷

ফের ট্রেন বাতিলের কারণে যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে৷ রবিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হল৷

হাওড়া থেকে: 37315, 36823, 36825

তারকেশ্বর থেকে: 37326

ব্যান্ডেল থেকে: 37749

বর্ধমান থেকে: 36838, 36842

কাটোয়া থেকে: 03095, 37748

আজিমগঞ্জ থেকে: 03096

অন্যদিকে যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হচ্ছে বেশ কিছু লোকাল ও এক্সপ্রেস ট্রেনের৷ তালিকায় আছে 37328 তারকেশ্বর – হাওড়া লোকাল৷ 12338 বোলপুর – হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস, 12304 নিউ দিল্লি – হাওড়া পূর্বা এক্সপ্রেস, 13016 জামালপুর – হাওড়া কবিগুরু এক্সপ্রেস, 13015 হাওড়া – জামালপুর কবিগুরু এক্সপ্রেস৷