TMC : ‘মাতব্বর’ তৃণমূল নেতার মাথায় গোবর ঢালার নিদান দিয়ে পড়ল পোস্টার

বিধায়ক (TMC) অসিত দাশগুপ্তর নামে পড়ল পোস্টার। মাথায় গোবর ঢেলে দেওয়ার নিদান দেওয়া হয়েছে। ফের প্রকট হল জেলা স্তরে তৃণমূলের দৈন্যদশা। 

পুরনির্বাচনের আগে খবরের শিরোনামে উঠে এসেছিল তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। পরিস্থিতি সামাল দিতে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বার্তা দিয়েছিলেন। কর্মীদের নিয়ে হচ্ছে সাংগঠনিক বৈঠক। কিন্তু এই দাওইয়ে রোগ যে সারছে না তার প্রমাণ এই পোস্টার। 

   

পোস্টারের শুরুতে মোটা হরফে লেখা “গোবিন্দ দাসগুপ্তর পৌরসভার টিকিট ষড়যন্ত্র করে কেটেছে তোলাবাজ, বিধায়ক অসিত মজুমদার ও কাটমানি খোড় ভজন”। 

পোস্টারের ভিতরকার লেখা আরও চাঞ্চল্যকর । ” চুঁচুড়া শহরের ১০০০ ছেলে মেয়ে নিয়ে ভজন ও অসিত মজুমদার এর গাড়ী ও অফিস ভাঙচুর করা অথবা অসিত ও ভজন পৌরসভার যেখানে যেখানে মিটিং করতে যাবে, ওদের মিটিং ইট বৃষ্টি ঝাঁটা, জুতো মেরে ভেস্তে দেওয়া। শ্রীরামপুর থেকে এসে চুঁচুড়ায় মতম্বরি করতে দেবো না।” 

এরপরের প্যারাতে কালি লেপে দেওয়ার নিদান, “অসিত ভজন এর মুখে আলকাতরা মাখিয়ে দিন… গোবর মাথায় ঢেলে দিন।”

পোস্টারের ছবি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন অসিত মজুমদার। যার ক্যাপশনে লিখেছে, “এই পরিবারের মাথা গেছে”। 

আলোচনায় রয়েছে তপন দাসগুপ্তর একটি বক্তব্য। তিনি এক কর্মসূচিতে বলেছেন, “চুঁচুড়ায় বিধায়ক আছেন। কিন্তু কাজ করেন কে ? আমি। কেউ যান না ওখানে। হুগলী জেলায় তৃণমূলকে তৈরি করেছিলাম নিজের হাতে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন