উন্নয়নই লক্ষ্য, উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক চন্দ্রশেখরের

বেশ কিছুদিন ধরেই মোদী বিরোধী ঐক্য তৈরি করতে একটা অগ্রণী ভূমিকা নিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে দেশে একটি অবিজেপি জোট…

বেশ কিছুদিন ধরেই মোদী বিরোধী ঐক্য তৈরি করতে একটা অগ্রণী ভূমিকা নিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে দেশে একটি অবিজেপি জোট গঠনের লক্ষ্যে রবিবার মুম্বই পৌঁছন কেসিআর। এদিনই তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও এনসিপি’র প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, কয়েকদিনের মধ্যেই তিনি তেলেঙ্গানায় যাবেন। কথা বলবেন সে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিজেপি জোট গঠনের একটি লক্ষ্য স্থির করেছেন। বাংলার মুখ্যমন্ত্রীর পরিকল্পনা মতই সেই লক্ষ্য পূরণের প্রাথমিক কাজ শুরু করেছেন কেসিআর ও অন্যরা। এদিন হায়দরাবাদ থেকে বিশেষ বিমানে কেসিআর মুম্বই আসেন। সেখানেই তিনি উদ্ধব ঠাকরে ও শরদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কেসিআর বলেন, আমি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও স্বাধীনতার ৭৫ বছর পর দেশের অগ্রগতি এবং ভবিষ্যৎ অভিমুখ নিয়ে আলোচনা করতে এসেছি। উদ্ধবের সঙ্গে কথা বলে আমার খুব ভাল লেগেছে। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। যারা আমাদের মত ভাবনাচিন্তা করেন তাঁদের সকলের সঙ্গেই আমরা আলোচনা করব। আগামী দিনে আমরা হায়দরাবাদ বা অন্য কোনও জায়গায় একসঙ্গে বসে কথা বলব।

অন্যদিকে মুখ্যমন্ত্রী ঠাকরে বলেন, চলতি পরিস্থিতিতে কেন্দ্রের প্রধান শাসক দল বিজেপির মান তলানিতে এসে ঠেকেছে। তারা যে হিন্দুত্বের প্রচার করছে সেটা কখনওই হিন্দুত্ব নয়। তারা এক ধ্বংসাত্মক শক্তি হয়ে উঠেছে। বিজেপি ক্ষমতায় থাকলে দেশের ভবিষ্যৎ আরও খারাপ হবে। বিরোধীদের মধ্য থেকে যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন। কে প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে আমরা চিন্তিত নই। আমরা চিন্তা করছি দেশের ভবিষ্যৎ ও উন্নয়ন নিয়ে। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কেসিআরের নিয়মিত যোগাযোগ আছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই তিনি বেঙ্গালুরু গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস প্রধান এইচডি দেবেগৌড়ার সঙ্গে কথা বলবেন।