Adhir Chowdhury: কর্নাটক জয়ের পর অধীরের বার্তা ‘তৃণমূলকে গ্রামীণ দলে পরিণত করে দেব’

কর্নাটকে একক গরিষ্ঠতায় জয়ী (Congress) কংগ্রেস। দক্ষিণ ভারতে একমাত্র কেন্দ্রশাসিত পুডুচেরি ছাড়া আর কোনও রাজ্যেই বিজেপির সরকার থাকল না। দক্ষিণ ভারত বিজেপি প্রায় শূন্য হবার…

কর্নাটকে একক গরিষ্ঠতায় জয়ী (Congress) কংগ্রেস। দক্ষিণ ভারতে একমাত্র কেন্দ্রশাসিত পুডুচেরি ছাড়া আর কোনও রাজ্যেই বিজেপির সরকার থাকল না। দক্ষিণ ভারত বিজেপি প্রায় শূন্য হবার পরই লোককভায় বিরোধী দলনেতা তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ (Adhir Chowdhury) অধীর চৌ়ধুরীর নিশানায় (TMC)  তৃণমূল কংগ্রেস নেত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়। কর্নাটকে বিপুল জয়ের পর অধীর বললেন, তৃণমূলকে গ্রামীণ দলে পরিনত করে দেব।

Advertisements

অধীর চৌধুরীর রাজনৈতিক কটাক্ষে রাজ্যে শোরগোল পড়েছে। তিনি বলেছেন, “তৃণমূল অনেক বলেছিল, এই রাহুল গান্ধীকে দিয়ে হবে না কিছু। বারবার বলেছে দিদিকে দিয়েই হবে। আর এই হবে করতে করতেই দিদি জাতীয় দল থেকে আঞ্চলিক দলে পরিণত হয়েছে। অন্যদিকে কংগ্রেসকে দিয়ে হবে না করতে করতে, আমরা এই আঞ্চলিক দলকে গ্রামীণ দলে পরিণত করে দেব। পশ্চিমবঙ্গে আগামী দিনে তৃণমূল দলটা বাষ্পীভূত হয়ে উড়ে যাবে।”

   

অধীর চৌধুরী বলেন দেশে বিজেপিকে রুখতে গেলে কংগ্রেসের দরকার। কংগ্রেস ধর্মনিরপেক্ষতার প্রতীক। ঐক্যবদ্ধ ভারতবর্ষের প্রতীক, ভারতবর্ষের উন্নয়নের প্রতীক। কৃষক ও শ্রমিকের স্বার্থের প্রতীক কংগ্রেস। বিজেপিকে হারাতে কংগ্রেস অপরিহার্য।

এদিকে কংগ্রেসের কর্নাটক জয়ের পর তৃ়ণমূল কংগ্রেস নেত্রী শুভেচ্ছা জানান। তৃ়ণমূল সূত্রে খবর, বিজেপি বিরোধী মহাজোটের বৈঠকে অংশ নিতে তিনি দিল্লি যাবেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃণমূল নেত্রী বারবার কংগ্রেসকে বাদ দিয়ে মহাজোটের আহ্বান আপাতত ঠাণ্ডা ঘরে। দক্ষিণের অন্যতম শক্তিশালী দল ও তামিলনাড়ুর সরকারে থাকা ডিএমকে প্রধান স্ট্যালিন কংগ্রেস নেতৃত্বের জোট বার্তা দিয়েছেন। তামিলনাডুতে ডিএমকে, কংগ্রেস ও বাম দলের জোট সরকার চলছে।