ভ্লগারদের কথা মাথায় রেখে বাজারে আসছে Canon powershot V10

বর্তমানে প্রযুক্তি আগে থেকে অনেক উন্নত। প্রযুক্তি যত উন্নত হচ্ছে সমাজে রোজকারের বিভিন্ন দিক খুলে যাচ্ছে তত বেশি। যার অন্যতম নিদর্শন হল ইউটিউব এর মত প্ল্যাটফর্ম যেখানে সাধারণ মানুষ তাদের জীবনের নানান ঘটনা ক্যামেরাবন্দী করে আমাদের সকলের নজরে আসেন।

Canon PowerShot V10

বর্তমানে প্রযুক্তি আগে থেকে অনেক উন্নত। প্রযুক্তি যত উন্নত হচ্ছে সমাজে রোজকারের বিভিন্ন দিক খুলে যাচ্ছে তত বেশি। যার অন্যতম নিদর্শন হল ইউটিউব এর মত প্ল্যাটফর্ম যেখানে সাধারণ মানুষ তাদের জীবনের নানান ঘটনা ক্যামেরাবন্দী করে আমাদের সকলের নজরে আসেন।

মূলত যাকে আমরা ভ্লগিং বলে থাকি। লাইফ স্টাইল থেকে শুরু করে ফুড জীবনের প্রতিটা মুহূর্ত সাধারণ মানুষের সাথে ভাগ করে নেন এই সমস্ত ভ্লগাররা। অন্যদিকে বর্তমানে সারাদিনের পরিশ্রমের পর নিজের মানসিক চাপ থেকে একটু মুক্তি পেতে সাধারণ মানুষ সামাজিক মাধ্যমের পাতায় নজর রাখেন আর সেখানেই উঠে আসে এই সমস্ত ভিডিও।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

যা দেখে আমরা সকলে সারাদিনের মানসিক চাপ ডিপ্রেশন ভুলে থাকি। সাধারণত ছোট আকারের গোপ্রো ক্যামেরা কিংবা মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে এই ধরনের ভিডিও শুট করা হয়। তবে এবার ভ্লগারদের কথা মাথায় রেখে নতুন ক্যামেরা নিয়ে এলো ক্যানন। ভারতের ক্যামেরার বাজারে দীর্ঘ কয়েক বছর ধরে রাজ করছে এই সংস্থা বিভিন্ন ধরনের ভিডিও ক্যামেরা এবং ডিজিটাল ক্যামেরা দিয়ে সাধারন মানুষ থেকে শুরু করে প্রফেশনাল ফটোগ্রাফার এমনকি ক্যামেরাম্যানদের অনেক সুবিধা করে দিয়েছে ক্যানন।

আর এবার ভ্লগারদের জন্য নতুন powershot V10 ক্যামেরা নিয়ে আসতে চলেছে সংস্থা। সংস্থা তরফ থেকে জানানো হয়েছে আগামী মাসই ভারতের বাজারে লঞ্চ হবে ক্যামেরা যার ওজন মাত্র আড়াইশো গ্রাম অর্থাৎ ক্যামেরা হেন্ডেল করতে খুবই সুবিধা একই সাথে থাকছে ইনবিল্ড স্ট্যান্ড। যার মাধ্যমে থেকে নিজের ইচ্ছে মতো ক্যামেরা রেখে শুট করা যাবে ভিডিও। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ভারতীয় বাজারে এই ক্যামেরার দাম হবে ৩৯,৯৯৫ টাকা।