ECI: রক্তাক্ত পঞ্চায়েত ভোট দেখেই রাজ্যে শুরু লোকসভা ভোটের প্রস্তুতি

Ram Navami violence erupts in Bihar Sharif

শুরু লোকসভা ভোটের প্রস্তুতি। পঞ্চায়েত ভোট শেষ হতে না হতেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল (ECI) জাতীয় নির্বাচন কমিশন। খুব শীঘ্রই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের একটি দল। নেতৃত্বে থাকবেন বাংলার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার নীতেশ ব্যাস। এর সঙ্গেই মঙ্গলবার থেকে জেলায় জেলায় ভোটার সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

পঞ্চায়েত ভোটে গোটার রাজ্যজুড়ে চলেছে বেলগাম সন্ত্রাস। চলেছে খুনোখুনি, মারামারি অগ্নিসংযোগ। ভোট ঘোষণার পর থেকে ৩৯ দিনে মৃত্যু হয়েছে ৫৫ জনের। এই অবস্থাতেই শুরু হলো লোকসভা ভোটের কাজ। পশ্চিমবঙ্গের রত্তাক্ত পঞ্চায়েত ভোট দেশ জুড়ে তীব্র বিতর্ক তৈরি করেছে। নির্বাচনের ফলাফল ঘোষণার উপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। জেলায় জেলায় উদ্ধার হচ্ছে বস্তা বস্তা ব্যালট। আরও অভিযোগ, সরকারী কর্মীরা শাসকদল তৃ়ণমূলকে জয়ী করতে বিরোধী প্রার্থীদের ভোট প্রাপ্তিতে হস্তক্ষেপ করেছেন।

   

অগাস্টে শেষে রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার সম্ভাবনা। জানা গিয়েছে, এবার পঞ্চায়েত নির্বাচনে খুন, বোমাবাজি, সন্ত্রাসের ঘটনা শহর রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তারা খতিয়ে দেখবে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি।

জানা গিয়েছে ২২ জুলাই সকল জেলা শাসকদের নিয়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে ইভিএমের প্রথম পর্যায়ের পরীক্ষা।

মঙ্গলবার শিলিগুড়িতে প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়। আরিজ আফতাবের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন, দার্জিলিংয়ের জেলাশাসক সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলের জেলাগুলির সঙ্গে বৈঠক করবেন CEO

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন