সাগরদিঘিতে গোহারা হেরে মুর্শিদাবাদেই ১০০ কোটির প্যাকেজ ঘোষণা মমতার

মুর্শিদাবাদ (Murshidabad) সফরে গিয়েই ১০০ কোটির নদী ভাঙন রোধ প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাগরদিঘি এফেক্ট? এমনই আলোচনা রাজনৈতিক মহলে। সম্প্রতি এই জেলার…

West Bengal Chief Minister Mamata Banerjee addressing the press conference on Ram Navami celebrations

মুর্শিদাবাদ (Murshidabad) সফরে গিয়েই ১০০ কোটির নদী ভাঙন রোধ প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাগরদিঘি এফেক্ট? এমনই আলোচনা রাজনৈতিক মহলে। সম্প্রতি এই জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটের কাছে পরাজিত হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এর পর থেকে সংখ্যালঘু এলাকাগুলিতে ধরছে তৃণমূল (TMC) ভোট ব্যাংকে ফাটল। গত দুদিনে উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ দুই প্রতিবেশি জেলায় দফায় দফায় তৃ়নমূল ছেড়ে সিপিআইএম (CPIM) ও কংগ্রেসে (Congress) যোগদান চলে। মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই বারবার তৃনমূল ছেড়ে বাম ও কংগ্রেস শিবিরে যোগদান ঘিরে রাজনৈতিক মহল আলোড়িত।

এদিকে মালদা থেকে মুর্শিদাবাদ এসে নদী ভাঙন রোধে মুখ্যমন্ত্রী আচমকা ১০০ কোটি বরাদ্দ করলেন। শুক্রবার জেলার সামসেরগঞ্জে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ভাঙন রোধে অসহযেগিতার অভিযোগ করেন। সামসেরগঞ্জেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নদী ভাঙন রোধে ১০০ কোটি টাকা দেবে রাজ্য সরকার।

বৃহস্পতিবার মালদায় মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করেছেন। এই সভা থেকেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গা ভাঙন রুখতে ৫০ কোটি টাকা বরাদ্দ করার কথা বলেছিলেন। আর শুক্রবার সামশেরগঞ্জে গিয়ে সেই প্যাকেজ বাড়িয়ে ১০০ কোটি টাকা ঘোষণা করলেন।

মমতা বলেন গতকাল ৫০ কোটি টাকা ঘোষণা করেছিলাম আজ ১০০ কোটি টাকা ঘোষণা করলাম। ঘরবাড়ি যারা হারিয়েছেন তাদের দেওয়া হবে পাট্টা। জেলা সফরে থাকা সেচমন্ত্রী পার্থ ভৌমিককে মুখ্যমন্ত্রীর নির্দেশ, এই বছরই তোমরা যদি ১০০ কোটি টাকার কাজ করতে পারো তা হলে পরের বছর আমি দেখে নেব আরও।

তবে মুর্শিদাবাদে গিয়েই ভাঙন রোধে মুখ্যমন্ত্রীর ১০০ কোটির প্যাকেজের পিছনে পঞ্চায়েত ভোটে সমর্খন টামার কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশ্লেষকদের যুক্তি, সাগরদি়ঘিতে তৃনমূলের পরাজয়ের পর মুর্শিদাবাদে এসে দরাজ হয়ে গেলেন মমতা।