Manipur: চার্চ ভাঙার পর জ্বলছে বিজেপি শাসিত মণিপুর, ভারি অস্ত্রে মোতায়েন আধাসেনা

বিজেপি শাসিত মণিপুরের (Manipur) পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা হলেও এ রাজ্যে এবার নামল ১৪ কোম্পানি আধাসেনা। মণিপুর থেকে এয়ারলিফ্ট করে বিভিন্ন রাজ্যের পড়ুয়া ও নাগরিকদের উদ্ধার…

বিজেপি শাসিত মণিপুরের (Manipur) পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা হলেও এ রাজ্যে এবার নামল ১৪ কোম্পানি আধাসেনা। মণিপুর থেকে এয়ারলিফ্ট করে বিভিন্ন রাজ্যের পড়ুয়া ও নাগরিকদের উদ্ধার চলছে। রাজ্য সরকারের নিয়ন্ত্রণে নেই পরিস্থিতি এমনই অভিযোগ। স্থানীয় কয়েকটি চার্চ গুঁড়িয়ে দেওয়ার পর থেকে বিক্ষোভ ছড়ায়। আর আদিবাসীদের সংরক্ষিত বনাঞ্চল থেকে সরানোর নির্দেশে বিক্ষোভ আরও ছড়ায়। মণিপুরের মু়খ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (N Biren Singh) বিরুদ্ধে ক্ষোভ তুঙ্গে। বিক্ষোভকারীদের হাতে মার খেয়ে বিজেপি (BJP) বিধায়ক ভংজাগিন ভালতে হাসপাতালে ভর্তি কিন্তু বিপদমুক্ত।

Fire-ravaged buildings in Manipur

আধাসেনার ১৪ টি কোম্পানি রাজ্যে এসেছে। RAF, CRPF, BSF মোতায়েন করা হয়েছে। আরও আধাসেনা আসছে বলে জানা যাচ্ছে। সংকটকালীন পরিস্থিতিতে আধাসেনার কাজ মণিপুর রাজ্য পুলিশের থেকে আলাদা হবে কারণ তারা যুদ্ধের জন্য প্রশিক্ষিত এমনই মনে করছেন বিশেষজ্ঞরা।

জ্বলন্ত মণিপুরে নিহতের সংখ্যা ২০ পার করেছে বলে একাধিক সংগঠনের দাবি। রাস্তায় পড়ে আছে দেহ। জ্বলতে থাকা কয়েকটি চার্চের ছবি আরও উত্তেজনা বাড়িয়েছে। অভিযোগ, বিজেপি শাসিত মণিপুরে সংখ্যালঘু খ্রিষ্টানদের উপর হামলা চলেছে।

অগ্নিগর্ভ মণিপুর থেকে শুক্রবার পর্যন্ত কমপক্ষে ২০ হাজার জনকে সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের নিরাপদ স্থানে রাখা হয়েছে।

বিক্ষোভ চলাকালীন ৭-৮টি পুলিশ পোস্ট থেকে ছিনিয়ে নেওয়া আগ্নেয়াস্ত্র সরকারের কাছে জমা দিতে আবেদন করা হয়েছে। এতে বলা হয়, যারা অস্ত্র সমর্পণ করবে তারা রেহাই পাবে। যারা অস্ত্র সমর্পণ করবেনা তারা কঠোর পরিণতির সম্মুখীন হবে। রাজ্যের ২৩টি থানা ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।

উত্তর পূর্বাঞ্চলের নাগাল্যান্ড, মিজোরামের মত খ্রিষ্টান ধর্মাবলম্বী রাজ্যগুলিতে যাতে বিক্ষোভ ছড়াতে না পারে তার জন্য সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট, খ্রিষ্টান ধর্মাবলম্বী প্রধান আরও কয়েকটি রাজ্য থেকে আসছে প্রতিবাদ।

অগ্নিগর্ভ মণিপুরে হিংসাত্মক পরিবেশ। পরিস্থিতি সামাল দিতে দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সাথে প্রতিমুহূর্তে যোগাযোগ রাখছে স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে মণিপুরের পরিস্থিতি নজরে রাখতে কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচার বাতিল করেছেন অমিত শাহ। পিটিআই জানাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করছেন।