Mamata Banerjee: মঙ্গলে খেলবেন মমতা, ইডি-সিবিআই তৎপরতায় তৃণমূলে ‘আতঙ্ক’

রাজ্যজুড়ে পালিত হবে ‘খেলা দিবস’৷ পাহাড় প্রমাণ দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তৃণমূল নেতাদের৷ এমত অবস্থায় মানুষের মধ্যে দলের ইমেজ ফেরাতে প্রতিবাদ…

Chief Minister Mamata Banerjee

রাজ্যজুড়ে পালিত হবে ‘খেলা দিবস’৷ পাহাড় প্রমাণ দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তৃণমূল নেতাদের৷ এমত অবস্থায় মানুষের মধ্যে দলের ইমেজ ফেরাতে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছেন (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস নেত্রীর নির্দেশকে শিরোধার্য করে প্রতিবাদে নামলেও ভয়ে কাঁপছে তৃণমূল নেতারা৷ শাসক দলে উতকণ্ঠা যে কোনও সময় সিবিআই-ইডি আসবে।

   

সিবিআই সূত্রে খবর, শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে ততদন্তের তৎপরতা বাড়তে চলেছে। এবার পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এফআইআরে নাম থাকা উপদেষ্টা কমিটির বাকি সদস্যদের ওপরেও নজর রয়েছে সিবিআইয়ের৷ আগামী দিনে গ্রেফতার হওয়া শান্তি প্রসাদ সিনহা ও অশোক সাহার সঙ্গে ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিবিআই।

জানা যাচ্ছে গোরুপাচার মামলাতে ধৃত বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতাদের তালিকা নিয়ে তদন্তে সিবিআইয়ের নামা এখন সময়ের অপেক্ষা। একাধিক প্রভাবশালী নেতা খুব সহজে জড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এমনটাই সিবিআই মারফত খবর৷ অন্যদিকে, আপাত চুপ থাকলেও নিয়োগ দুর্নীতিতে এবার গতি বাড়াতে পারে ইডি৷ জেলায় জেলায় কোন কোন তৃণমূল নেতারা কত টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন সবটার খোঁজে নামছে ইডি৷

CBI west bengal

রবিবার প্রাক স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সঙ্গবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার ডাক দিতে হবে দলের কর্মী সমর্থকদের৷ প্রতিবাদের ধরন সম্পর্কে মমতা জানান, চায়ের দোকানে বসবেন। মানুষের বাড়িতে যাবেন। বিরক্ত করবেন না৷ রাস্তায় নামতে হবে। খেলা হবে দিবসে খেলতে খেলতে মিছিল করুন। ট্রেড মিলে না হেঁটে ছুটির দিন বিকেলে মিছিল করবেন।

তিনি বলেন, সিপিএম,কংগ্রেস, বিজেপি সকলের বিরুদ্ধে প্রতিবাদে নামুন৷ কিন্তু একাধিক দুর্নীতিতে অভিযুক্ত এখন তৃণমূল নেতারা একে অপরের দিকে মুখের দিকে তাকাচ্ছেন৷