বিধানসভা ভোটের আগে একটি সংবাদ মাধ্যমের লাইভ অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের মদন মিত্র বনাম তৎকালীন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাক্ যুদ্ধ তীব্র বিতর্ক তৈরি করেছিল। ওই অনুষ্ঠানে মদন বনাম অর্জুন পরস্পরকে যেভাবে আক্রমণ করেছিলেন সেসবই আজ অতীত।
বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর সোমবার অর্জুন সিংকে নিয়ে উত্তর ২৪ পরগনার জেলা নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা গেল ভিন্ন ছবি। মদন মিত্র ও অর্জুন সিং পরস্পরকে জাপটে ধরেছেন।দুজনে সেলফি তুলেছেন।
এর পরেই প্রশ্ন উঠছে, সেই লাইভ অনুষ্ঠানে দুজন যেভাবে দুজনকে হুমকি দিয়েছিলেন তা কি নাটক ছিল?
সেই টিভি অনুষ্ঠানে অর্জুন সিং সরাসরি মদন মিত্রকে বলেছিলেন, কবার খেয়েছেন ! তিনি ঘুরিয়ে মদন মিত্রকে মদ্যপ বলে কটাক্ষ করেছিলেন। তীব্র বাক্য বিনিময়ের মাঝে মদন মিত্র সরাসরি হুমকি দেন বি টি রোড দিয়ে যাওয়া অাসা করতে হয় মনে রাখবেন।
সেই উত্তপ্ত বাক্য বিনিময় দুজন ফের গলায় গলায়। বিধানসভার ভোটে কামারহাটিতে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের মদন মিত্র। আর ব্যারাকপুরের বিজেপি সাংসদ থাকাকালীন অর্জুন সিং ক্রমাগত কোণঠাসা হয়েছেন। পুরভোটে তিনি এলাকায় তাঁর শক্তি হারান। অবশেষে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।
তাঁকে নিয়ে সোমবার তৃণমূল কংগ্রেসের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার বৈঠক হয়। এই বৈঠকে ছিলেন সৌগত রায়, সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, তাপস রায়, মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, শোভনদেব চট্টোপাধ্যায়।