অমরনাথ বিপর্যয়: নবান্নে খোলা হল কন্ট্রোল রুম

যত সময় এগোচ্ছে ততই অমরনাথ যাত্রা (Amarnath Yatra) নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। এদিকে অমরনাথের ঘটনা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়…

অমরনাথ বিপর্যয়: নবান্নে খোলা হল কন্ট্রোল রুম

যত সময় এগোচ্ছে ততই অমরনাথ যাত্রা (Amarnath Yatra) নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। এদিকে অমরনাথের ঘটনা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিনি টুইট করেন, ‘অমরনাথ বিপর্যয়ে হতবাক ও স্তম্ভিত। নিহতদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা, আটকে পড়াদের প্রতি সংহতি। নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে (033-22143526)। আমাদের দিল্লি আরসি অফিসকে সক্রিয় করেছে, বাংলা থেকে তীর্থযাত্রীদের উদ্ধারের জন্য জম্মু ও কাশ্মীর সরকারকে সংযুক্ত করেছে। আমাদের রাজ্যের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অবধি মৃত্যু হয়েছে ১৫ জনের। নিখোঁজ হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। এদিকে প্রিয়জনদের জন্য উৎকণ্ঠা বাড়ছে মানুষের। ইতিমধ্যেই এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisements

অন্যদিকে নিখোঁজদের খোঁজে ময়দানে নামানো হয়েছে কুকুরবাহিনী। এখনও অবধি ৩০ জন আহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে প্রায় ১৫ হাজার মানুষকে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়, চোখের নিমেষে ধুয়ে যায় ২৫টিরও বেশি ক্যাম্প।