২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভার (Sagardighi by-election) উপনির্বাচন। সেই উপলক্ষে রবিবার সাগরদিঘিতে সমাবেশ করবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগে তৃণমূলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhiranjan Chowdhury)।
এদিন সাগরদিঘিতে প্রচারে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রদেশ কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করে তিনি বলেন, একটা পাগল প্রার্থীকে দাঁড় করিয়েছে। কয়েকদিন আগে সে আমার কাছে দেখা করার জন্য গিয়েছিল। নিরাপত্তারক্ষীরা বলেছিল, সময় হবে না। এদিক-ওদিক ঘুরতে-ঘুরতে অধীরবাবুর কাছে গিয়েছিল। অধীরবাবুও কোলে তুলে প্রার্থী করে দিয়েছেন। কিন্তু, তারপর ভিতরে কি লেনদেন হয়েছে জানি না। তবে যাই হোক, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৫০ হাজারের বেশি ভোটে জয়লাভ করবে৷ এমনটাও মন্তব্য করেন রাজ্যের পুরমন্ত্রী।
ফিরহাদের সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে সাগরদিঘি নিয়ে তৃণমূলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, এই কেন্দ্র থেকে যদি তৃণমূল কংগ্রেস ৫০ হাজার ভোটে জেতে তাহলে আগামী বিধানসভায় আমি রাজনীতি করা ছেড়ে দেব। একইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে হুঁশিয়ারি, হিম্মত থাকলে শান্তিপূর্ণ ভোট হোক। তারপর আমার প্রশ্নের জবাব দিয়ে যাক।
একটিমাত্র লোকসভা কেন্দ্রে নির্বাচন হলেও হাল ছাড়তে নারাজ কংগ্রেস। বিধানসভায় শূন্যের কলঙ্ক ঘোচাতে চান অধীর। তাই আজও একবার শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে বলেন, বর্তমানে বাংলা ধর্ষণ, চুরি, লুঠেরাদের বাংলা হয়ে উঠেছে। কোনও আইন-শৃঙ্খলা নেই। এর আগে জেলায় ভোট লুঠ হয়েছে। পুরভোটের সময় বহরমপুর পুরসভাও লুঠ হয়েছে। নেতাদের নির্দেশে এই কাজ হয় বলে দাবি করেছেন তিনি।