Stephen Constantine: ডার্বির আগে মুম্বই ম্যাচেও একাধিক চোট ভাবাচ্ছে ইস্টবেঙ্গল কোচকে

আজ, রবিবার সর্বশক্তি দিয়ে মুম্বইয়ের (Mumbai City FC) বিরুদ্ধে নামার জন্য প্রস্তুতি সারছেন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ স্টিফেন কনস্টান্টাইন (Stephen Constantine)৷

practice in East Bengal

আজ, রবিবার সর্বশক্তি দিয়ে মুম্বইয়ের (Mumbai City FC) বিরুদ্ধে নামার জন্য প্রস্তুতি সারছেন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ স্টিফেন কনস্টান্টাইন (Stephen Constantine)৷ আজ মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে দলে একাধিক চোট ভাবাচ্ছে লাল হলুদ কোচকে। তবে কী ডার্বি ম্যাচেও প্রথম একাদশ নিয়ে নামতে পারবে না ইস্টবেঙ্গল? প্রশ্ন উঠতে শুরু করেছে এখন থেকেই।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ কনস্টান্টাইন বলেন, এই ম্যাচের আগেও দলের চোট-আঘাত সমস্যা পুরোপুরে মেটেনি। তাঁর কথায়, ইভান গঞ্জালেস এখনও সেরে ওঠেনি। দু-একজনের জ্বর আছে। লিমার সুস্থতার খবরের অপেক্ষায় আছি। আশা করি ও খেলতে পারবে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের এক সপ্তাহের মধ্যেই কলকাতা ডার্বি। সেই ম্যাচ নিয়ে এখনই ভাবার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন না ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ। ডার্বি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ডার্বি নিয়ে এখন ভাবছি না। মুম্বই-ম্যাচ নিয়েই ভাবছি। এই ম্যাচটা হয়ে গেলে ডার্বি নিয়ে ভাবব। তা ছাড়া ডার্বিতে জিতলেও সেই তিন পয়েন্টই পাব, দশ পয়েন্ট নয়। তাই পরের ম্যাচের চেয়ে এখন এই ম্যাচটাই বেশি গুরুত্বপূর্ণ”।

দলের ফলাফল নিয়ে এদিন নেতিবাচক কোনও মন্তব্য করলেন না কোচ৷ বরং মরশুম থেকে কী কী পেলেন? সেই প্রসঙ্গে তিনি বলেন, “চুঙনুঙ্গার মতো তরুণ ডিফেন্ডার পেয়েছি, যাকে আমরা দীর্ঘসময়ের জন্য চুক্তিবদ্ধ করেছি। লিগের টপস্কোরার পেয়েছি। অনেকেই ভাববে ন’নম্বর দল থেকে টপ স্কোরার কী করে উঠে এল। তার মানে দলটার মধ্যে এমন কিছু আছে, যাদের একজন খেলোয়াড় প্রচুর গোল করতে পারে”।

আগামী মরশুম নিয়ে এখনই বিশেষ পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গল কোচের। তার বক্তব্য, এ বারই প্রথম স্বাভাবিক অবস্থায় এসে খেলেছি। কিন্তু এই অবস্থায় আমরা কখনওই থাকতে চাইনি। কিন্তু পরিস্থিতি যদি প্রত্যাশার সীমা ছাড়িয়ে চলে যায়, তা হলে তা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। এখন আমরা জানি, দলে কাকে রাখা উচিত, কাকে রাখা উচিত নয়। কাদের আনতে হবে, তাও জানি। এসব প্রাক মরশুম প্রস্তুতি শুরু আগেই সেরে ফেলতে হবে। তাহলে ৭৫ শতাংশ কাজ এগিয় থাকবে। তখন প্রস্তুতিটা ঠিকঠাক নেওয়া যাবে। তা সত্ত্বেও যদি ভাল কিছু দিতে না পারি, তা হলে নিজেই সরে যাব”।