বাংলা ছবিতে একে অপরের সহকর্মী হলেও রাজনৈতিক জীবনে দু’জন ভিন্ন দলের। কিন্তু দুই অভিনেতা ও রাজনৈতিক নেতাদের মধ্যে বচসা বারবার লেগেই ছিল। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় অভিনেতা বনি সেনগুপ্তর নাম জড়াতেই আরও একবার দেবের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি বিধায়ক হীরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। এবার হীরণের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল সাংসদ দেব (Actor Dev)।
হীরণের মন্তব্যের প্রেক্ষতে দেব বলেন, আমি কোনদিন কাউকে ছোট করে নিজেকে বড় করতে বিশ্বাস করি না। আমার মনে হয় হীরণ ভালো ছেলে। ওর নিজের বাক স্বাধীনতা রয়েছে। এই দেশে, এই রাজ্যে যে যা ইচ্ছে বলতে পারে। আমাকে নিয়ে বললে আমার তাতে কিছু যায় আসে না। তাঁর সংযোজন, তথ্য প্রমাণ থাকলে সিবিআই, ইডির কাছে যান। গোয়েন্দাদের কাছে এত তথ্য নেই, যা হিরণের কাছে আছে।
এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘশোহের সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্তর যোগ খুঁজে পেয়েছিল ইডি। সেই সময় বনিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল তদন্তকারী সংস্থা। কুন্তলের থেকে বনি ৪০ লক্ষ টাকা নিয়েছিল। সেখান থেকেই ঘটনার সুত্রপাত। ঘটনাটি নিয়ে বনি সহ টলিউডের একাধিক অভিনেতা ও অভিনেত্রীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন হীরণ।
তিনি বলেন, তৃণমূলের মন্ত্রী-নেতাদের বাড়িতে কোটি কোটি টাকা। গ্লামার ওয়ার্ল্ডও দুর্নীতিতে জড়িয়েছে। আগেও বলেছিলাম ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী বিরাটভাবে দুর্নীতিতে জড়িত। ৫ কোটি টাকা এনামূলের কাছ থেকে নিয়েছিলেন। ওই কথা বলার পর দেবের ফ্যানরা আমার ওপর রাগ করেছিল। এজন্য আমাকে নোংরা গালাগালও দেওয়া হয়েছিল। সারা জীবন সততার সঙ্গে রাজনীতি করে এসেছি। সততা নিয়েই সারা জীবন বাঁচব। এটাই আমার আদর্শ। সেখান থেকে জল গড়াতেই এখন হীরণকে চ্যলাঞ্জ ছুঁড়লেন দেব।