ভাইরাল ভিডিও-র সূত্র ধরে উদ্ধার তাজা বোমা, গ্রেফতার তৃণমূল কর্মী

তারকেশ্বর: লোকসভা নির্বাচনের আগে ফের কাঠগড়ায় তৃণমূল৷ গ্রেফতার এক তৃণমূল কর্মী৷ ফাঁস হল ওই কর্মীর ভিডিও কল রেকর্ডিং৷ উদ্ধার হল একগুচ্ছ তাজা বোমা৷ ঘটনাটি ঘটেছে…

তারকেশ্বর: লোকসভা নির্বাচনের আগে ফের কাঠগড়ায় তৃণমূল৷ গ্রেফতার এক তৃণমূল কর্মী৷ ফাঁস হল ওই কর্মীর ভিডিও কল রেকর্ডিং৷ উদ্ধার হল একগুচ্ছ তাজা বোমা৷ ঘটনাটি ঘটেছে হুগলির নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের পিয়াসারা এলাকায়৷ ঘটনায় বেজায় অস্ত্বস্তিতে পড়েছে এরাজ্যে শাসকদল৷ কটাক্ষের সুর বিরোধী দল বিজেপির নেতা-কর্মীদের৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শেখ শামিম৷ চাঁপাডাঙা এলাকার বাসিন্দা৷ সোমবার রাতে হোয়াটসঅ্যাপে একটি ভিডিয়ো কলের রেকর্ডিং ভাইরাল হয়৷ ওই ভিডিয়োতে দেখা যায়, শামিম এলাকার তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে কথা বলছিলেন৷ ওই কলে তাকে তাঁরই কোনও এক আত্মীয়কে বলতে শোনা যায় বোমা মজুদ থাকার কথা৷ শুধু তাই নয় আগ্নেয়াস্ত্র আছে বলেও শোনা যায় ওই ভিডিও কলে৷ যদিও এই ভিডিও কলের সত্যতা যাচাই করেনি Kolkata24x7.

ভিডিও কলের রেকর্ডিংটা ভাইরাল হতেই নজরে আসে পুলিশের৷ তদন্তে নামে পুলিশ৷ অবশেষে মঙ্গলবার শেখ শামিমকে গ্রেফতার করে৷ এরপরই পিয়াসারা এলাকায় মজুত থাকা বোমার সন্ধান পায় পুলিশ৷ মোট ১২টি বোমা পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ উদ্ধার হওয়া বোমাগুলি সময় মতো নিষ্ক্রিয় করা হয়েছে৷ সেই সঙ্গে পুলিশ জানিয়েছে তল্লাশি জারি থাকবে৷

বিরোধীদের অভিযোগ, লোকসভা ভোটের আগে এলাকা অশান্ত করতেই বোমা মজুদ করে রাখা হয়েছিল৷ তল্লাশি জারি রাখলে আরও তাজা বোমা উদ্ধার করতে পারবে পুলিশ৷ সেই সঙ্গে অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে বিজেপি৷ পাশাপাশি এই ঘটনায় আরও কারা কারা জড়িত আছে তা খতিয়ে দেখার আবেদন জানিয়েছে৷