Uttar 24 Pargana: বিজেপি রাজ্য সভাপতি হোঁদল কুতকুত, বললেন জ্যোতিপ্রিয়

Jyotipriya Mallick

মতুয়াদের (Matua) উপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারতে কটাক্ষ করে হোঁদল কুতকুত বললেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। তাঁর কটাক্ষের জেরে জেলার রাজনৈতিক মহল সরগরম। মন্ত্রীর দাবি, মতুয়াদের বাসের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লেগেছিল।

Advertisements

মতুয়া ধর্মালম্বীদের ওপর বারাসাতে কাজীপাড়ায় আক্রান্ত হওয়ার ঘটনা প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে উস্কানিমূলক রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ করলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর ২৪ পরগনার হাবড়া পুরসভায় সাংবাদিক সম্মেলন করলেন মন্ত্রী।

   

জ্যোতিপ্রিয় মল্লিক জানান ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ। সেখানেই দেখা যাচ্ছে মতুয়া ভক্তদের বাসের সঙ্গে ৪০৭ গাড়ির ধাক্কা হয়। দুর্ঘটনা ঘটে। ঘটনাটিকেই রাজনৈতিক রঙ চড়ানোর অভিযোগ তোলেন মন্ত্রী। তিনি বলেন ঠাকুরবাড়ি নিয়ে রীতিমতো রাজনীতি করছেন শান্তনু ঠাকুর। ঠাকুরবাড়িতে মোদী, অমিত শাহর ছবি টাঙ্গানো নিয়ে কটাক্ষ করেন জ্যোতিপ্রিয়।

Advertisements

ইতিমধ্যেই মতুয়াদের উপর হামলার ঘটনা নিয়ে জেলাজুড়ে তৈরি হয়েছে চাপানউতোর। এই ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, আইন আইনের পথে চলবে আইনের কাছে সবাই সমান। বিজেপি রাজ্য সভাপতি মজুমদার কে হরলিক্স বেবি, হোঁদল কুতকুত বলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়।