‘বাংলা কী, বুঝিয়ে দিয়েছি, এবার মমতা যাবেন, কমিশনকে কড়া বার্তা অভিষেকের

২০২৬ সালের শুরুতেই রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ফুলতলা সাগরসঙ্ঘের মাঠে জনসভা করতে…

abhishek banerjee vs gyanesh kumar

২০২৬ সালের শুরুতেই রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ফুলতলা সাগরসঙ্ঘের মাঠে জনসভা করতে এসে সরাসরি আক্রমণ শানালেন দিল্লির নির্বাচন কমিশনকে। দিল্লির রুদ্ধদ্বার বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর সেই বাদানুবাদের ঘটনাকে এদিন জনতার সামনে তুলে ধরেন অভিষেক।

Advertisements

‘বাঙালি কী, দিল্লিকে বুঝিয়ে এসেছি’

বারুইপুরের র‍্যাম্পে দাঁড়িয়ে অভিষেক বলেন, “দিল্লিতে যখন দেখা করতে যাই, জ্ঞানেশ কুমার আমার দিকে আঙুল তুলে কথা বলছিলেন। আমি সোজাসাপটা বলে দিয়েছি- আঙুল নামিয়ে কথা বলুন, আপনি মনোনীত কিন্তু আমি নির্বাচিত।” জ্ঞানেশ কুমারকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক এদিন আরও বলেন যে, বাঙালিকে যারা ভয় দেখানোর চেষ্টা করছে, তারা ভুল করছে। তাঁর হুঁশিয়ারি, “বাঙালি কী জিনিস, তা দিল্লিতে গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছি। এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লি যাবেন।”

   

নতুন বছরে জেলা সফরে অভিষেক abhishek banerjee vs gyanesh kumar

জানুয়ারি মাস জুড়ে রাজ্যজুড়ে ব্যাপক জনসংযোগের পরিকল্পনা নিয়েছে তৃণমূল। ২০২৬-এর বিধানসভা ভোটের লক্ষ্যে এটিই অভিষেকের প্রথম জেলা সফর। বারুইপুরের এই সভার জন্য বিশেষ চতুর্মুখী র‍্যাম্প তৈরি করা হয়েছিল, যেখানে দাঁড়িয়ে তৃণমূলের ‘সেনাপতি’ সাধারণ কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন। দলীয় সূত্রে খবর, আগামীকাল শনিবার অভিষেক যাবেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। গোটা জানুয়ারি মাস জুড়ে রাজ্যের প্রতিটি জেলায় এভাবেই কর্মসূচি করবেন তিনি।

‘বানের জলে ভেসে যাবে দিল্লির জমিদাররা’

এদিন বারুইপুরের সভায় মণিরুল ইসলাম মোল্লা ও মায়া দাসের মতো কয়েকজনকে র‍্যাম্পে নিয়ে হাঁটেন অভিষেক, যাঁদের নথিতে ‘মৃত’ দেখিয়েছে কমিশন। নির্বাচন কমিশনারকে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি এবং কমিশনের দালালি বাংলা সহ্য করবে না। অভিষেক হুঁশিয়ারি দেন, এই জনসমুদ্রের এক-তৃতীয়াংশ মানুষ যদি দিল্লিতে যায়, তবে ‘জ্ঞানেশ কুমার আর অমিত শাহ বানের জলে ভেসে যাবেন’।

West Bengal: Abhishek Banerjee slams CEC Gyanesh Kumar at Baruipur rally, asserting elected power over nominated posts. He paraded voters listed as ‘dead’ and warned of a Delhi march. TMC’s month-long district tour begins ahead of 2026 Bengal elections.

Advertisements