Job Scam: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক

Abhishek Banerjee Extends Birthday Greetings to Prime Minister Modi

কলকাতা হাইকোর্টের বিচারপত অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি অর্ডারের কপি হাতে পেলেই দ্রুত দ্বারস্থ হবেন সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার, দুর্গাপুরের ক্যাম্পে তিনি তার আইনজীবীদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন।

Advertisements

এইদিন সকালে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ চিঠি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল।

এছাড়াও বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৫ লক্ষ টাকা জরিমানা করেন আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য। এর সঙ্গেই কুন্তল ঘোষকেও ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisements

১৩ এপ্রিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই-ইডি কে নির্দেশ দেন যে প্রয়োজনে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে। কিন্তু শেষমেশ সেই মামলায় রক্ষাকবচ পেলেন না।

প্রসঙ্গত, নিয়োই দুর্নীতি মামলায়, তৃণমূলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষ দাবি করেন যে তার মুখ দিয়ে তদন্তকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে। এই অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে এবং হেস্টিংস থানায় চিঠি দেন কুন্তল ঘোষ। সেই চিঠি প্রসঙ্গেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল যে সিবিআই বা ইডি প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে।