Job Scam: অভিষেক-কুন্তলের মুখোমুখি জেরা আটকাতে যুদ্ধকালীন তৎপরতা তৃণমূলে

মুখোমুখি জেরা হবে নাকি? তৃণমূলের অন্দরে উদ্বেগ। নিয়োগ দুর্নীতির (job scam) তদন্তে (Abhishek Banerjee) অভিষেক ও কু্ন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিবিআই-ইডি। কলকাতা…

মুখোমুখি জেরা হবে নাকি? তৃণমূলের অন্দরে উদ্বেগ। নিয়োগ দুর্নীতির (job scam) তদন্তে (Abhishek Banerjee) অভিষেক ও কু্ন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিবিআই-ইডি। কলকাতা হাইকোর্টের নির্দেশে জেরার মুখে তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক। তবে জেরা রুখতে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে শাসকদলে।

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেরা এড়াতে মরিয়া। তৃণমূল নেত্রীর নির্দেশে বিশিষ্ট আইনজীবী মারফত সুপ্রিম কোর্টে আপিল করতে চলছেন অভিষেক। তৃণমূলের তরফে চলছে প্রস্তুতি।

সূত্রের খবর, অর্ডারের কপি হাতে পেলেই দ্রুত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন অভিষেক। ইতিমধ্যেই তিনি আইনজীবীদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। দলীয় সাংগঠনিক কর্মসূচির ‘নবজোয়ার’ নিয়ে রাজ্য সফরে আছেন অভিষেক। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এসে তিনি হাইকোর্টের নির্দেশ জানতে পারেন। দুর্গাপুর থেকেই তিনি দ্রুত আইনজীবীদের সাথে যোগাযোগ করেন।

নিয়োগ দুর্নীতি মামলায়, তৃণমূলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষ দাবি করেন যে তার মুখ দিয়ে তদন্তকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে। এই অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে এবং হেস্টিংস থানায় চিঠি দেন কুন্তল ঘোষ। সেই চিঠি প্রসঙ্গেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল যে সিবিআই বা ইডি প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই নির্দেশ বহাল রাখেন অপর বিচারপতি অমৃতা সিনহা।