Abhishek Banerjee: ‘সিএএকে সমর্থন করবো’, রানাঘাট থেকে ঘোষণা অভিষেকের

মোদী সরকারের আচ্ছে দিন নিয়ে ফের একবার আসরে নামলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ রবিবাসরীয় বিকেলে রানাঘাটে লোকসভা ভোটের প্রচার করলেন অভিষেক। ভোট…

TMC MP Abhishek Banerjee Launches 'Sevashray' Health Campaign in Diamond Harbour

মোদী সরকারের আচ্ছে দিন নিয়ে ফের একবার আসরে নামলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ রবিবাসরীয় বিকেলে রানাঘাটে লোকসভা ভোটের প্রচার করলেন অভিষেক। ভোট বাক্সে বিজেপিকে জবাব দেওয়ার আহ্বান জানালেন ডায়মন্ড হারবারের এই তৃণমূল প্রার্থী।

রানাঘাটের সভা থেকে অভিষেক বলেন, ‘সিএএ বিজেপির আরও একটা জুমলা। তৃণমূল যা বলে তাই করে। ১০০ দিনের টাকা, বাড়ি রাস্তার টাকা আটকে রেখেছে কেন্দ্র। আপনাদের ভোত নিয়ে আপনাদের টাকাই আটকে রেখেছে বিজেপি। নিজের অধিকার বুঝে ভোট দিন। এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করতে চায় বিজেপি। আসামের মতো বাংলাতেও প্রথমে সিএএ করে পরিস্থিতি বুঝে এনআরসি করতে চায় বিজেপি। আগে আসামে এনআরসি করে ১২ লক্ষ মানুষকে ডিটেশন ক্যাম্পে পাঠিয়েছে।’

   

অভিষেক আরও বলেন, ‘কেন্দ্র যদি বলে এনআরসি করবে না তাহলে সিএএকে (CAA) সমর্থন করবো। সিএএ, এনআরসির নামে বাংলার মানুষকে বঞ্চিত হতে দেবো না।’