Abhishek Banerjee: সাগরদিঘির বাম-কং জোট বিধায়ক বায়রনের জন্য ‘মুখ্যমন্ত্রীর দরজা খোলা’: অভিষেক

সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের জন্য মুখ্যমন্ত্রীর দরজা খোলা এমনই পরামর্শ দিলেন তৃ়ণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধায়ক বলেছেন অবশ্যই যাব!

abhishek banerjee

সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের জন্য মুখ্যমন্ত্রীর দরজা খোলা এমনই পরামর্শ দিলেন তৃ়ণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধায়ক বলেছেন অবশ্যই যাব!

গত উপ নির্বাচনে সাগরদিঘি আসনে তৃণমূল হারার পর সারাদিঘি শাসক দলের কাছে চিন্তার কারণ। এই অবস্থায় মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে সাগরদিঘির বিধায়কের উদ্দেশ্যে বার্তা দিয়ে অভিষেক বললেন, কোনও অসুবিধা হলে মুখ্যমন্ত্রীর দরজা খোলা।

তৃণমূলে নবজোয়ার নিয়ে এই মুহুর্তে মুর্শিদাবাদে উপস্থিত হয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সাগরদিঘিতে কংগ্রেসে এমএলএ জিতেছেন। আমি অনুরোধ করব আগামী দিনে সাগরদিঘির উন্নয়নের দিকে তিনি জোর দেবেন। যদি কোনও কাজে অসহযোগিতা হয়। তাহলে বিধানসভায় তিনি যান মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। অসুবিধা হলে মুখ্যমন্ত্রীর দরজা খোলা। কেউ বারণ করছে না।

তবে সাগরদিঘিতে বাম-কংগ্রেস জোটের জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন টাকা দিয়ে লোক কেনা। সাগরদিঘির কেস আমি জানি। টাকাটা কে দিয়েছে, কী করে দিয়েছে, আর কোথা থেকে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরেই সাগরদিঘির বিধায়কের জন্য দরজা খোলা বার্তা দিয়েছেন অভিষেক।