‘নির্বাচন আচরণ বিধি জারি হয়ে গিয়েছে, তারপরেও সিবিআই কীভাবে তদন্ত করতে পারে?’ এবার এই প্রশ্ন তুলেই লোকসভা ভোটের মুখে সরব হলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র (Mahua Moitra)।
কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে গাইডলাইন বেঁধে দেওয়ার দাবি তুললেন মহুয়া। ইতিমধ্যে তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি অবধি লিখেছেন। গতকাল শনিবারই মহুয়া মৈত্রের বাসভবন, পার্টি অফিসে হানা দেয় সিবিআই। ঘুষের বিনিময়ে প্রশ্নের মামলায় সিবিআই এই তল্লাশি অভিযান চালায় বলে খবর। আর এই নিয়েই ক্ষোভে ফুঁসছেন মহুয়া। মহুয়া মৈত্র রবিবার ভারতের নির্বাচন কমিশনকে একটি চিঠি লিখেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে সিবিআই লোকসভা নির্বাচনের প্রচারকে হয়রানি ও শ্বাসরোধ করার লক্ষ্যে অবৈধ ও অসামঞ্জস্যপূর্ণ কাজ করেছে। মহুয়া মৈত্র নির্বাচন কমিশনকে অবিলম্বে “আদর্শ আচরণবিধি চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির” ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করার আহ্বান জানিয়েছেন।
কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে ফের মহুয়া মৈত্রকে প্রার্থী করেছে তৃণমূল। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রের অভিযোগ, তাঁর প্রার্থীপদ সম্পর্কে জেনেও সিবিআই ইচ্ছাকৃতভাবে পরপর চারটি অভিযান চালানোর পথ বেছে নিয়েছে। মহুয়া বলেন, ‘এতে কোনও সন্দেহ নেই যে সিবিআই দ্ব্যর্থহীনভাবে জানত যে আমার নির্বাচনী প্রচারের প্রচেষ্টাকে গলা টিপে ধরার জন্য এবং আমাকে বেআইনিভাবে হেনস্থা করার জন্যই তাদের এই পদক্ষেপ।’
What is happening @ECISVEEP? Humbly request for some superintendance & control over this rogue state. pic.twitter.com/OHjFAUf13L
— Mahua Moitra (@MahuaMoitra) March 24, 2024