লোকসভা ভোটের প্রাক্কালে এবার বড় বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবারও তাঁর নিশানায় কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার। তাঁর হাতিয়ার রিপোর্ট কার্ড। মোদী গ্যারেন্টি নিয়ে নতুন করে সরব হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী।
আজ শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক প্রশ্ন তোলেন, শ্বেতপত্র কই? তিনি লেখেন, ‘বিজেপির রিপোর্ট কার্ডের কথা ভুলে যান। ১৫ দিন ৩৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও ২০২১ সালে পশ্চিমবঙ্গে হারের পর থেকে তারা এখনও মনরেগা এবং এডব্লিউএএস প্লাস নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। এই নীরবতা মোদীজির গ্যারান্টি যে ফাঁপা ছিল সে কথা বলে। এমনকি এআই তাদের সাহায্য করতে অপারগ।’
উল্লেখ্য, ভোটের মুখে ১০০ দিনের কাজের টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ন্যূনতম আয় বিগত অর্থবর্ষে ২৬১ টাকা থেকে বেড়ে ২৮৯ টাকা বৃদ্ধি পেয়েছে ৷ নতুন টাকার পরিমাণ ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে। বাংলায় ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র, এই অভিযোগ তুলে বারবার কেন্দ্রকে দুষেছে শাসক দল তৃণমূল। যদিও বুধবারই বিজ্ঞপ্তি জারি করে টাকা বাড়ানোর কথা জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গে ২৩৭ থেকে বেড়ে মজুরি হয়েছে ২৫০ টাকা।
Forget about BJP’s report card. Despite 15 days and 360 hours passing, they still haven’t released WHITE PAPER on MGNREGA and AWAS PLUS since their defeat in WB in 2021. This silence speaks volumes about the hollowness of Modi Ji’s Guarantee. Even AI isn’t able to assist them 😊 https://t.co/vyN0Uu6O1c
— Abhishek Banerjee (@abhishekaitc) March 29, 2024