আজ নবজোয়ার যাত্রা নিয়ে শুভেন্দু ভূমিতে অভিষেক

আজ মঙ্গলবার নবজোয়ার যাত্রার ৩৪ তম দিনে আজ শুভেন্দু ভূমিতে পা রাখতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে দুপুর ৩টে নাগাদ…

TMC leader Abhishek Banerjee standing in front of a microphone at a political rally

আজ মঙ্গলবার নবজোয়ার যাত্রার ৩৪ তম দিনে আজ শুভেন্দু ভূমিতে পা রাখতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে দুপুর ৩টে নাগাদ পটাশপুরে পৌঁছবেন।

জনসংযোগের পর রোড শো করতে এগরা যাবেন অভিষেক। এরপর রামনগরে মন্দিরে পুজো দিয়ে কাঁথিতে পৌঁছবেন। বিরোধী দলনেতার বাড়ির এক কিলোমিটার দূরে আজ রাত্রিবাস করার কথা অভিষেকের।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনজোয়ার যাত্রাকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। কখনও অভিষেকের থাকার ব্যবস্থাকে কটাক্ষ করে তিনি বলেছেন, “এক এক রাতের তাঁবু তৈরির খরচ ৯২ লক্ষ টাকা!”

তিনি এও বলেছেন, ‘ও যত ঘুরবে তত বিজেপির লাভ হবে। ভোট বাড়বে বিজেপির। অতীতেও হয়েছে আগামী দিনেও হবে, তাই এ ব্যাপারে বিচলিত হওয়ার কোনও কারণ নেই।’

বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভায় সভা থেকে অভিষেকের বিরুদ্ধে আক্রমণ শানান শুভেন্দু। সম্প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী। জাতীয় সড়কে অনুমতি না নিয়ে মিছিল করার অভিযোগ তোলেন তিনি।

শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের যাত্রাপথে কুড়মি বিক্ষোভ দেখা যায়। বিজেপির ওপর দায় চাপিয়ে তৃণমূলনেত্রী বলেন, ‘কুড়মিরা মারেনি। টার্গেট করেছিল অভিষেককে। মেরেছে বীরবাহাকে। বিজেপি আদিবাসী ও কুড়মিদের মধ্য়ে লড়াই লাগাতে চাইছে।’

এর পাল্টা শুভেন্দু বলেন, ‘এ রাজ্যের বিরোধী দলনেতা মানে রাজ্য সরকার এবং শাসক দল কর্তৃক আক্রান্ত যেকোনো লোকের বিরোধী দলনেতা আমি। মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। এই সমস্যা ক্রিয়েট করেছেন মমতা ব্যানার্জি। একদিকে জনজাতিদের উসকে দিচ্ছেন, অন্যদিকে কুড়মিদের উস্কে দিচ্ছেন’ এরপর আজ নবজোয়ার কর্মসূচিতে কী হয় সেদিকে তাকিয়ে বাংলা।