‘খেলা শুরু’ অভিজিতের! মমতাকে বিরাট চ্যালেঞ্জ তমলুকের বিজেপি সাংসদের

কয়েক মাস আগেও হাইকোর্টের বিচারপতি (Abhijit Gangopadhyay) ছিলেন। আচমকা অবসর নিয়ে যোগ দেন বিজেপিতে। আর তারপর সটান তমলুকের পদ্ম-প্রার্থী। প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই ছাক্কা হাঁকান…

Abhijit-Mamata

কয়েক মাস আগেও হাইকোর্টের বিচারপতি (Abhijit Gangopadhyay) ছিলেন। আচমকা অবসর নিয়ে যোগ দেন বিজেপিতে। আর তারপর সটান তমলুকের পদ্ম-প্রার্থী। প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই ছাক্কা হাঁকান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। তৃণমূলের জনপ্রিয় দাপুটে নেতা দেবাংশু ভট্টাচার্যকে বড় ব্যবধানে হারান অভিজিৎ।

লোকসভা ভোটের প্রচার চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ শানাতেন অভিজিৎ। সাংসদ নির্বাচিত হওয়ার পর সেই আক্রমণের ঝাঁজ আরও বাড়ল। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। হুঁশিয়ারির সুরে অভিজিৎ বলেন, ‘…যদি না করেন তার পরের ব্যবস্থা আমি দেখবো।’

   

ঘটনার সূত্রপাত তমলুক বাজারের একটি ঝামেলাকে কেন্দ্র করে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের মদতে মিনি মার্কেটের স্টল বিলিতে কারচুপি হয়েছে।

টালমাটাল পরিস্থিতি ‘ইন্ডিয়া’র, সম্মুখসমরে জোটের দুই প্রধান দল

অভিজিৎ বলেন, বেশ কিছু দুর্নীতি হয়েছে। যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁরা সবাধান হয়ে যান। না হলে সব স্টল ভাঙা পড়বে। মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছিলেন যে সরকারি জায়গায় কোনও অবৈধ নির্মাণ হলে তা ভাঙা হবে। আমি নিজে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, আপনি যা ঘোষণা করেছেন তা করুন। যদি না করেন তার পরের ব্যবস্থা আমি দেখবো।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এক একটি স্টল বিক্রি হয়ে যাচ্ছে। প্রশাসনের নিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলেন, এক একজন ছয় থেকে দশটি স্টলের মালিক বলেই অভিযোগ। অথচ যাঁরা ওই জায়গায় স্টল হওয়ার আগে ব্যবসা করতেন, তাঁদের আশ্বাস দিলেও কাউকেই স্টল দেওয়া হয়নি। মানুষের অধিকার থেকে বঞ্চনা করে টাকার বিনিময়ে সব বিক্রি করে দেওয়া হয়েছে। প্রশাসনের একাংশ এই দুর্নীতির সঙ্গে যুক্ত।

উপনির্বাচনে বিজেপির ভরাডুবির পর ‘উধাও’ শুভেন্দু অধিকারী’