মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দল নিয়ে একাধিক অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। এরপরেই নিজেকে বিদ্রোহী বিধায়ক হিসাবে ঘোষণা করেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)। এবার কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। যা নিয়ে তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে।
তাঁর বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections) প্রার্থীদের জন্য আমি লিস্ট পাঠাবো। সেটাই মঞ্জু করতে হবে। যদি না মঞ্জুর হয়, তাহলেও প্রত্যেকে ভোটে লড়বে। নির্দল থেকে লড়বে। যাঁরা এলাকার মানুষের জন্য কাজ করতে চায়, তাদের বসিয়ে রাখব কেন? তাঁদের গোঁজ প্রার্থী বলে দাবি করলে হবে না। সাফ মন্তব্য বিধায়কের।
পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তর দিনাজপুরে তৃণমূলে ফাটল ধরতে শুরু করেছে। জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালের সঙ্গে বিধায়ক আবদুল করিমের দ্বন্দ্ব তৃণমূলের অন্দরেই আড়াআড়িভাবে বিভাজন তৈরি করে৷ বারবার এবিষয়ে শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়েও কোনও লাভ না হওয়ায় এখন প্রকাশ্যে মুখ খুললেন ১১ বারের বিধায়ক। এখন প্রার্থী তালিকা নিয়েও দুই পক্ষের মধ্যে বিবাদের সুর চড়াও হয়েছে। যদিও দলের সিদ্ধান্ত চুড়ান্ত হবে। এমনটাই জানিয়েছেন জেলা সভাপতি কানাইয়ালাল।
উল্লেখ্য, সম্প্রতি শীর্ষ নেতৃত্বদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে স্থির হয়েছে আগামী দিনে পঞ্চায়েতে প্রার্থী বাছাই করবেন তিনি নিজে। কিন্তু সেদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না আবদুল করিম৷ তিনি জানিয়েছিলেন, তাঁকে বৈঠকের জন্য শীর্ষ নেতৃত্ব আমন্ত্রণ জানায়নি। অন্যদিকে, তৃণমূলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তাঁরা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। এখন নতুন করে প্রার্থী তালিকার বিষয়ে তৃণমূল কোনও গুরুত্ব দেয়প কি না, সেটাই দেখার।