আধার কার্ড হারিয়ে গিয়েছে, মনে নেই নম্বর, ফিরে পাবেন এই উপায়ে

বর্তমানে আপনার দেশের নাগরিক হিসেবে প্রথম পরিচয় হল আধার কার্ড (Aadhaar card) ৷ দেশের নাগরিক হিসেবে ব্যক্তির প্রথম প্রমাণপত্ হল আধার কার্ড৷ এতে থাকে ১২…

Aadhaar card is real or fake how to understand, আপনার আধার কার্ড আসল নাকি নকল, বুঝবেন কীভাবে? জানুন পদ্ধতি

বর্তমানে আপনার দেশের নাগরিক হিসেবে প্রথম পরিচয় হল আধার কার্ড (Aadhaar card) ৷ দেশের নাগরিক হিসেবে ব্যক্তির প্রথম প্রমাণপত্ হল আধার কার্ড৷ এতে থাকে ১২ সংখ্যার একটি নম্বর। আঙুলের ছাপের সঙ্গে যুক্ত। তবে সমস্যার বিষয় হল এই কার্ড (Aadhaar card) অনেক সময়ে হারিয়ে যায় যার জেরে সমস্যায় পরতে হয় সকলকে৷

বিশেষ করে আজকাল কার দিনে আপনি যে কোনও গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে আপনাকে অবশ্যই আধার কার্ডের (Aadhaar card) দরকার পরে৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্যাস কানেকশন হোক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সব ক্ষেত্রেই আধার কার্ড (Aadhaar card)থাকা বাধ্যতামূলক ৷

   

সরকারি যে কোনও সুবিধা নিতে গেলেও দরকার আধারের৷ কিন্তু আধার নম্বর অত্যন্ত থাকা জরুরি ৷ সেই জন্য আধার কার্ড (Aadhaar card)হারিয়ে গিয়ে থাকলে মুশকিলে পড়তে হয় ৷ তবে সমস্যার বিষয় হল আজকাল অবশ্য অনলাইনে ই-আধার ডাউনলোড(Aadhaar card) করার সুবিধা রয়েছে৷

কিন্তু হঠাৎ করে ধরুন আপনার এই কার্ড(Aadhaar card) হারিয়ে গিয়েছে বূা আধার নম্বর ভুলে গিয়ে থাকলে সে ক্ষেত্রে বড় সমস্যায় পড়তে হতে পারে ৷ তবে একটি উপায় আছে যার মাধ্যমে আধার নম্বর মনে না থাকলেও অসুবিধায় পড়বেন না৷

আধার নম্বর জানার জন্য প্রথমে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে-এরপর এই পেজে আধার কার্ডে দেওয়া নাম, মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিতে হবে৷ – এবার Send OTP বটনে ক্লিক করতে হবে ৷ এরপরই আপনার পেজে আধার কার্ডের সমস্ত তথ্য চলে আসবে ৷ তারপর আপনি সেই আধার কার্ড ডাউনলোডও করতে পারবেন ৷