খাস অনুব্রত গড়ে খুন TMC নেতা, পাথর খাদানে চলছে খোঁড়াখুঁড়ি

লোকসভা ভোটের আগে ফের একবার রক্তান্ত হল বাংলার মাটি। আবারো একবার খুন হলেন শাসক দল তৃণমূলের (TMC) নেতা। পাথর খাদানে মিলল তৃণমূল নেতার দেহ। আইএনটিটিউসি…

tmc flag

short-samachar

লোকসভা ভোটের আগে ফের একবার রক্তান্ত হল বাংলার মাটি। আবারো একবার খুন হলেন শাসক দল তৃণমূলের (TMC) নেতা। পাথর খাদানে মিলল তৃণমূল নেতার দেহ। আইএনটিটিউসি নেতার দেহ মিলেছে। মৃতের নাম, সালাউদ্দিন খান।

   

জানা গিয়েছে, বীরভূমের মহম্মদ বাজারের পাথর খাদানে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে দেহ উদ্ধারের মাটি খুঁড়ে দেহ বের করার কাজ শুরু হয়েছে। খাদানের জন্য লিজ নেওয়া জমি বিবাদের জেরে এই হত্যাকান্ড বলে খবর। ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই সরগরম হয়ে রয়েছে অনুব্রত মন্ডলের গড়।