শিয়ালদামুখী ‘ট্রেনের ধাক্কায়’ মৃত্যু মুর্শিদাবাদের এক কৃষকের

বহরমপুর কোর্ট স্টেশন চত্বরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কৃষকের। ওই ব্যক্তির নাম সাইদুল সেখ, বয়স বিয়াল্লিশ। ঘটনাটি ঘটেছে বহরমপুর কোর্ট স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে।মৃত ওই ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানার দাসের চকে।

train'

বহরমপুর কোর্ট স্টেশন চত্বরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কৃষকের। ওই ব্যক্তির নাম সাইদুল সেখ, বয়স বিয়াল্লিশ। ঘটনাটি ঘটেছে বহরমপুর কোর্ট স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে।মৃত ওই ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানার দাসের চকে।

মৃত ব্যক্তির দাদা শাজাহান শেখ জানিয়েছেন, তারা দুই ভাই ও তার ছেলে তিনজনে মিলে কলকাতায় ডাক্তার দেখাতে যাওয়ার জন্য ডোমকল থেকে বহরমপুর কোর্ট স্টেশনে এসেছিলেন।

   

স্টেশন চত্বরে এসে এক নম্বর প্লাটফর্ম থেকে লাগেজ নিয়ে সাইদুল দুই নম্বর প্লাটফর্মে আসছিলেন রেললাইন ধরে। সেই সময় লালগোলার দিক থেকে শিয়ালদা যাওয়ার একটি রেলের ইঞ্জিন তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছিন্ন ভিন্ন হয়ে যায় সাইদুলের দেহ। রেল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। তবে কীভাবে স্টেশন চত্তরের মধ্যে রেললাইন ধরে প্ল্যাটফর্ম পারাপার করছিলেন তাই নিয়ে উঠেছে প্রশ্ন।

কলকাতা থেকে জেলা, পথদুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে রাজ্যে। প্রায় প্রতিদিনই সামনে আসছে দুর্ঘটনায় কোনও না কোনও মৃত্যুর খবর। তা নিয়ে ফের প্রশ্নের মুখে প্রশাসন।