ভয় ধরাচ্ছে ডেঙ্গু! ফের ডেঙ্গু আক্রান্তের মৃত্যু

ফের ডেঙ্গি (Dengu) আক্রান্তের মৃত্যু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত কলেজ ছাত্রের সোহেল রান। তার বয়স ১৯। এই নিয়ে এই…

dengu

ফের ডেঙ্গি (Dengu) আক্রান্তের মৃত্যু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত কলেজ ছাত্রের সোহেল রান। তার বয়স ১৯। এই নিয়ে এই বছর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুর খবর সামনে এলো। শুধু তাই নয়, ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও এর আগে খবরের শিরোনামে উঠে এসেছিল। ভারী বর্ষার শুরুতে মশাবাহিত রোগের প্রকোপে ক্রমশ বাড়তে শুরু করেছে।

তৃণমূলের হেভিওয়েট সাংসদকে ফোন অমিত শাহর, শুরু জল্পনা

   

পরিবারের সূত্রে জানা গিয়েছে, জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল। বেশ কিছুদিন ধরেই জ্বর হচ্ছিল সোহেলের। কিন্তু প্রথমে নিজে থেকে ওষুধ খেয়েছিলেন। কিন্তু তাতে না কমায় চিকিৎসক দেখান। চিকিৎসকের পরামর্শে সুতির মহেশাইল গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। কিন্তু তাঁর জ্বর কমছিল না। রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। দুদিন পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। প্লেটলেট নেমে যেতে থাকে। চিকিৎসকদের সব চেষ্টা বিফলে যায়। তিন দিনের মাথায় ডেঙ্গিতে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় কলেজ পড়ুয়ার।

তৃণমূলের হেভিওয়েট সাংসদকে ফোন অমিত শাহর, শুরু জল্পনা

মৃত ছাত্রের মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ‘ওর জ্বর হচ্ছিল। প্রথমে আমিই ওকে ওষুধ খেতে বলি। কিন্তু তারপর যখন জ্বর কমছিল না, ডাক্তার দেখাতে বলি। ও বলে দুদিনেই কমে যাবে। নিজেই ওষুধ খাচ্ছিল। কিন্তু তারপর একেবারে শুয়ে পড়ে খাটে।’ তিনি আরও জানিয়েছেন যে, ম’ঙ্গলবার দুপুরের দিকে শরীরের উন্নতি হলেও তারপরেই আবার শরীর অবনতি হওয়ায় জঙ্গিপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা ওকে উমরপুর তালাই মোড় সংলগ্ন বেসরকারি নার্সিংহোমে আইসিইউতে ভর্তি করা হয়।’

প্রসঙ্গত বর্ষাকাল এলে দিকে দিকে ডেঙ্গির প্রভাব লক্ষ্য করা যায়। গত বছরের ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে এবার আগেভাগেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তরফে। তবে এবার মেদিনীপুর পৌর প্রশাসন এবং জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্মশালার আয়োজন করা হয়েছিল। স্বাভাবিকভাবে বর্তমানে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। বিভিন্ন জায়গায় মেডিকেল টিম নজরদারি রেখেছে এবং জেলার একাধিক জায়গায় ডেঙ্গি পরীক্ষা কেন্দ্র চালু করা হয়েছে। স্বাভাবিকভাবে বেশি সংখ্যক টেস্ট হওয়াতে পজেটিভ হওয়ার সংখ্যা বাড়ছে।